সারা ভারত মুসলিম পার্সোনাল ল বোর্ড দূরত্ব বজায় রাখল তালিবানি সমর্থন থেকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সারা ভারত মুসলিম পার্সোনাল ল বোর্ডের কয়েকজন সদস্য মুখ খুলেছিল তালিবানদের সমর্থন করে। এরপরেই সারা ভারত মুসলিম পার্সোনাল ল বোর্ড দূরত্ব বাড়াল সেই তালিবানের পক্ষে বিবৃত দেওয়া সদস্যদের সঙ্গে। এই প্রসঙ্গে এক বিবৃতিতে জানানো হয়েছে, ” সারা ভারত মুসলিম পার্সোনাল ল বোর্ড কোনও রকম বিবৃতি বা মন্তব্য করবে না আফগানিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। বোর্ডের কয়েকজন সদস্যের করা মন্তব্যের উপরে ভিত্তি করে বেশকিছু সংবাদ মাধ্যম বলছে, তালিবান সম্পর্কে সেটাই নাকি বোর্ডের ধারণা। এমনকি ফিরিয়ে নেওয়া উচিত সংবাদ মাধ্যমের এহেন প্রচার যেখানে বলা হচ্ছে তালিবানদের সমর্থন করছে সারা ভারত মুসলিম পার্সোনাল ল বোর্ড। এই ধরণের প্রচার সাংবাদিকতা বিরোধী।”

প্রসঙ্গত , আফগানিস্তানে রাজনৈতিক পালাবদলের পরে পরেই সারা ভারত মুসলিম পার্সোনাল ল বোর্ডের মৌলানা উমরাইন মাহফুজ রহমানি ও জাতীয় মুখপাত্র মৌলানা সাজ্জাদ নোমানি একেবারে খোলাখুলি তালিবানদের সমর্থন করেছেন। উমরাইন সোশ্যাল মিডিয়া পোস্টে আফগানিস্তান দখলের জন্য় তালিবানকে বাহবা দিতে ভোলেননি। তিনি লিখেছেন, আফগানিস্তানের ক্ষমতা দখল তালিবানের অতিরিক্ত সাফল্য। আর এটি সম্ভব হয়েছে আল্লার সহযোগিতায়। সাজ্জাদ নোমানি তালিবান বাহিনীকে সাহসী যোদ্ধা আখ্যা দিয়েছেন আরও একধাপ এগিয়ে গিয়ে, কারণ তারা মার্কিন সেনাকে একরকম ঘাড় ধাক্কা দিয়ে বের করেছে আফগানিস্তান থেকে। এই বোর্ড সদস্য তালিবানকে অভিনন্দনও জানিয়েছেন আগামীর শান্তি ও আত্মত্যাগের জন্যও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *