সামনেই আসন্ন দুর্গাপুজো তা নিয়ে বিশেষ প্রস্তুতি বৈঠক শিলিগুড়ি পুরনিগমের
শিলিগুড়ি : আসন্ন দুর্গাপুজো, তা নেই আজ থেকে জোর পর্যালোচনা এবং প্রস্তুতি শুরু হয়ে গেল শিলিগুড়ি পুরো নিগম এ। আজ মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী পুরো নিগমের অন্যান্য কাউন্সিলর এবং এমএমআই সি রা আলোচনা করলেন কিভাবে পুজার প্রস্তুতি শুরু করা যায়। জানান আমাদের সবাইকে নিজের নিজের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, পুজোর সময় যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা দেখবার দায়িত্ব পুরসভার। মানুষ যাতে ঘুরতে পারেন মনে শান্তিতে, সেই দায়িত্ব আমাদের সবার। কারন মানুষ আমাদের ভোট দিয়ে জয়ী করেছেন।
এদিকে ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান আমাদের সবাই জানেন কিভাবে দায়িত্ব নিতে হয়, আর এটা তো দুর্গা পূজা, আরে পরে কালীপুজো কাজেই শিলিগুড়িতে সচেতন এবং শান্ত রাখার দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। পুলিশ প্রশাসনের কাছেও আমরা আবেদন করব তারা যাতে শহরের পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্যোগ নেয় আর জি কর ঘটনার উল্লেখ করে মেয়র বলেন এই ঘটনার পরে মহিলারা হয়তো পূজোতে রাতে বেড়াতে নিরাপত্তার অভাব বোধ করবেন, আমাদের সবাইকে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে তারা কোনো সমস্যার মধ্যে না পড়েন। এখনো বেশ কদিন আছে আমাদের হাতে, এর মধ্যে আমাদের সবকিছু ঠিক করে নিতে হবে বলে জানান মেয়র গৌতম দেব।