হকারের ঝুলন্ত দেহ উদ্ধার হল রেললাইনের ধারে, হতাশায় আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ? শুরু জল্পনা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রেললাইনের ধারে একটি গাছ থেকে উদ্ধার হল এক হকারের ঝুলন্ত মৃত দেহ। জানা গেছে মৃতের নাম প্রেমচাঁদ সাউ। মৃত ওই হকারের পরিবারের আরও বক্তব্য, লোকাল ট্রেন চালু হলেও তাতে স্থানীয় হকাররা কোনও রকম সুবিধা পাচ্ছিলেননা হকারি করার জন্য। আর তাই ওই হকার একরকম বাধ্য হয়েছেন আত্মহত্যার পথ বেছে নিতে।

সকাল থেকে সন্ধ্যা, মেদিনীপুরের রাঙামাটি ঝরণাডাঙ্গার বাসিন্দা প্রেমচাঁদ সাউ জীবনযাপণ করতেন লোকাল ট্রেনের এক কামরা থেকে অন্য কামরায় হকারি করেই৷ কিন্তু চরম কাল হল কোরোনা ৷ অন্য সব পরিষেবার মতো ট্রেন চলাচলও এমনকি বন্ধ হয়ে যায় দীর্ঘ লকডাউনের কারণে৷ একই সঙ্গে প্রেমচাঁদবাবুর রুটিরুজি টুকুও প্রায় বন্ধ হয়ে যায়৷ অল্প অল্প করে জমানো টাকায় সংসার চালাচ্ছিলেন দীর্ঘদিন ধরেই৷ লকডাউন ওঠার পর ক্রমশ আশার আলো দেখেছিলেন ট্রেন চলাচল শুরু হলে৷ কিন্তু রেল কর্তৃপক্ষ ট্রেনে হকারি করার কোনও অনুমতি দেয়নি এখনও পর্যন্ত৷

এবিষয়ে এক হকার নেতা দিলীপ কুমার মণ্ডল জানান , ‘‘দীর্ঘদিন ট্রেন বন্ধ থাকায় হকারি থেকে বঞ্চিত এমনকি আমরাও। এই অবস্থায় একদম চলছিল না আমাদের সংসারও৷ আমরা অন্য কাজের চেষ্টা করছিলাম এবং যা পাচ্ছিলাম সেটাই করছিলাম । কিন্তু সম্প্রতি রেল পরিষেবা শুরু হলে তাতে আশার আলো দেখতে পেয়েছিলাম আমরা। কিন্তু আমরা বিভিন্ন বাধার সম্মুখীন হই হকারি করতে গিয়ে৷ আমাদের এক কর্মী আত্মহত্যা করল সেই অত্যাচারে অতিষ্ঠ হয়েই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *