সামনেই বড়দিন এই উপলক্ষে বিশেষ প্রস্তুতি বৈঠক আয়োজিত হল শিলিগুড়ি পুরসভার তরফে
শিলিগুড়ি : সামনে বড়দিন এবং নতুন বছর। এই উপলক্ষে শহর শিলিগুড়িকে পুরোপুরি সাজিয়ে তুলতে শিলিগুড়ি পুরসভায় তথ্য এবং সংস্কৃতি দপ্তরের কর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এদিন মেয়র জানান পঁচিশে ডিসেম্বর এবং পয়লা জানুয়ারির জন্য আমরা চিন্তা ভাবনা করছি শিলিগুড়ি কে কিভাবে সাজিয়ে তুলবো। প্রতিবছরই আমরা এই কাজটা করে থাকি। এবার আমাদের ইচ্ছা আছে শিলিগুড়ির রাস্তা গুলোকে সাজিয়ে তোলা। এই সময়টা বাইরে থেকে প্রচুর মানুষ আসেন, এবং শিলিগুড়িও কম জনপ্রিয় জায়গা নয়। তাই আমাদের ইচ্ছা এবং প্রচেষ্টা দুই থাকবে পঁচিশে ডিসেম্বর এর আগেই শিলিগুড়ি কি আলাদাভাবে পরিচিত করানোর। ডেপুটি মেয়র রঞ্জন সরকারও এদিন জানান শিলিগুড়ি পুরসভা মানুষের জন্যই কাজ করে যাচ্ছে, আর সামনে নতুন বছর এবং ক্রিসমাস সুন্দর করে শিলিগুড়ি কে সাজিয়ে তুলতে উদ্যোগ নেওয়া হচ্ছে। যাতে বাইরে থেকে মানুষ এসে পছন্দ করে ফেলেন শহর শিলিগুড়িতে। আর আমাদের কাজ আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করা।