সামনেই রয়েছে কালী পূজা, শিলিগুড়িতে বিক্রি বাড়ছে মাটির প্রদীপের
শিলিগুড়ি : শিলিগুড়িতে কালী পূজার আগে বিক্রি বাড়ছে মাটির প্রদীপের, চাহিদাও বেড়েছে। এক টাকা করে বিক্রি হয় একটি মাটির প্রদীপ। বিক্রেতারা জানিয়েছেন গত কয়েক বছরের তুলনায়, শুরুতে চাহিদা বেড়েছে মাটির প্রদীপের। তারা আশা করছেন এবার বেশি বিক্রি হবে। শিলিগুড়ি এবং তার আশেপাশে এলাকা জুড়ে প্রচুর জায়গায় বহু লোক মাটির জিনিস বিক্রি করেন, এটাই তাদের জীবিকা। আর কালীপুজোর ঠিক আগে তারা শুরু করেন মাটির প্রদীপ বানানো। এবারে বৃষ্টি অনেকটা বেশি বলে মনে করছেন তারা, তারা এও জানিয়েছেন যত কালীপূজো সামনে আসবে প্রদীপ বিক্রি বাড়বে। এবারে তারা আশা করছেন পুজোর আগে হতাশ করবে না বাজার। আমাদের প্রদীপায় সাথে সাথে , মাটির বিভিন্ন জিনিস ও বিক্রি করছেন তারা। যেটা এবারে বেড়াতে বলে মনে করছে অনেক বিক্রেতারা।
এদিকে বিক্রেতারাও আশাবাদী তারা যেটা ভাবছেন, তার থেকে অনেক বেশি পরিমাণে বিক্রি হবে তাদের বানানো মাটির প্রদীপ। শিলিগুড়ির সব ধরনের মানুষই, কালী পূজার আগে মাটির প্রদীপ কেনেন আর এবারও তার ব্যতিক্রম হবে না বলে আশাবাদী তারা। শহর শিলিগুড়িতে ইতিমধ্যে বিক্রি শুরু হয়ে গেছে মাটির প্রদীপ। লোকজন কিনতেও শুরু করেছেন, সামনে ঝড় আসছে বাজার কোথায় যাবে সেটা নিয়ে আতঙ্কিত তারা।