সামনের বছর থেকে কি গুরুত্ব বাড়বে শিলিগুড়ি জংশনের, কোন নির্দিষ্ট খবর নেই রেলের কাছে
নিজস্ব সংবাদদাতা : এক সময় সারাদিন লোক চলাচল করছো, যাত্রী ও ছিল প্রচুর কিন্তু বর্তমানে কিছুই নেই , শিলিগুড়ি আসলেই শিলিগুড়ি জংশনের পরিচয় ছিল , এক কথায় বলতে পারা যায় শিলিগুড়ির কিছু পরিচিতি ছিল শিলিগুড়ি জংশন কে নিয়ে , বীর বিপ্লবী বাঘাযতীন এখানে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেই শিলিগুড়ি জংশন এখন হারিয়ে ফেলেছে তার উজ্জ্বলতা, ট্রেন আসে, দাঁড়ায় এবং চলে যায়, এখন এনজিপি এবং উত্তরের অন্যান্য স্টেশন গুলির দাপটে অনেকটাই নিরব হয়ে পড়েছে শিলিগুড়ি জংশন।

এদিকে এনজিপি এখন, আধুনিক থেকে আধুনিকতর হতে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা খরচ করে সাজানো হচ্ছে এনজিপি স্টেশন কে, বাড়ছে ট্রেন এবং বাড়ছে যাত্রী, ভারতবর্ষের প্রথম সারির দশটি স্টেশনের মধ্য এনজিপিকে রাখবার চেষ্টা করা হচ্ছে। প্ল্যাটফর্ম বাড়ায় যাত্রী রাও আসছেন ট্রেন ধরতে, সেইখান থেকে ধরতে গেলে শিলিগুড়ি জংশন আজকের নিরিখে অনেকটাই পিছিয়ে, বলা হচ্ছে শিলিগুড়ি জংশন কেও ঢেলে সাজানো হবে , তবে কবে কেউ জানেন না, এনজিপি স্টেশন এর আধুনিকীকরণের কাজ শেষ হতে ২০২৮ সাল লেগে যাবে হয়ত। তারপরে হয়তো ধরা হবে, শিলিগুড়ি জংশনকে। তবে এখনও পর্যন্ত কোন নির্দিষ্ট খবর নেই, এনজিপি স্টেশন কে যতটা গুরুত্ব দিচ্ছে রেল ততটা কি গুরুত্ব পাবে ? শিলিগুড়ি জংশন , সবটাই সময়ের অপেক্ষা।