সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর ! তারপরই রাতারাতি ভেঙে ফেলা হল ম্যাগমা বিল্ডিংয়ের রুফটপ রেস্তোরাঁ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

(*) কলকাতা ১ রাজ্য (৩)

বেস্ট কলকাতা নিউজ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন ম্যাগমা হাউসের ছাদের উপরে রেস্তোরাঁ নিয়ে। এমনকি প্রশ্ন তুলেছিলেন অগ্নি নিরাপত্তা নিয়েও । সেই ক্ষোভের পর এবার আর দেরি করল না কলকাতা পুরসভা । নোটিস লাগিয়ে দেওয়া হয় ওই ছাদের উপর থাকা রেস্তোরাঁতে। এমনকি বেআইনি নির্মাণ ঘোষণা করা হয় কলকাতা পুরসভার বিল্ডিং আইনের ৪০০(৮) ধারায়। অবশেষে এদিন সন্ধ্যায় দেখা গেল, ওই ছাদের উপরে রেস্তোরাঁ সম্পূর্ণ খুলে ফেলা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুরসভার ডেমোলিশন টিম। এদিনই সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় ওই রেস্তোরাঁ।

উল্লেখ্য, দিঘা থেকে ফিরে মুখ্যমন্ত্রী ‘জতুগৃহ’ বড়বাজারের মেছুয়া বাজারে দাঁড়িয়ে হোটেলের একাধিক বেনিয়মের কথা উল্লেখ করেন। আর সেই সূত্রেই নাম নেন পার্কস্ট্রিটের ম্যাগমা বিল্ডিংয়ের। সেখানে একাধিক নিয়ম ভাঙা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি , সারপ্রাইজ ভিজিটে যাওয়ার কথাও বলেন। আর বলা মাত্রই কাজ! মেছুয়া বাজার থেকে সটান ম্যাগমা বিল্ডিংয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে গিয়ে রীতিমতো চক্ষু চড়কগাছ। ঘিঞ্জি এলাকায় সেই বিল্ডিং, আর তার বাইরে সারি দিয়ে মজুত গ্যাস সিলিন্ডার। এক সঙ্গে গাদাগাদি করে ২৪টা গ্যাস সিলিন্ডার মজুত করা রয়েছে সেখানে। তা দেখে তিনি বলেন , “আমার কাছে পাক্কা খবর ছিল বলে আমি দেখে গেলাম। এবার আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলাম। আর এরপরই বৈঠকে বসা হয়। সব কিছু খতিয়ে দেখে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয়। কেবল ম্যাগমাই নয়, অবশেষে শহরের বিভিন্ন ছাদের উপরে তৈরি হওয়া সব রেস্তোরাঁ বন্ধ করার নির্দেশ দিলো মেয়র ফিরহাদ হাকিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *