সিঁথি কান্ড , পরিবারের হাতে প্রোমোটারের তালিকা ধরিয়ে কিনে আনতে বলা হয়েছিল চুরির জিনিস! হতবাক লালবাজারের কর্তারা
বেস্ট কলকাতা নিউজ : চুরির ঘটনা ঘটেছিল থানা থেকে একদম ঢিল ছোড়া দূরত্বে। সিঁথি থানার পুলিশ তদন্তে নেমেছিল প্রোমোটার প্রদীপ পালের অভিযোগের ভিত্তিতেই। ওই প্রোমোটার একটি তালিকা দিয়েছিল পুলিশের হাতে। আরও গুরুতর অভিযোগ, পুলিশের সরকারি ডায়েরির পাতায় সেই তালিকা এবং তার পাশে দাম লিখে রাজকুমারের পরিবারকে বলা হয়েছিল কিনে আনতে হবে প্রোমোটারের সেই সব চুরি হয়ে যাওয়া জিনিসপত্র। যে ডায়েরির পাতার ক্রমিক সংখ্যা ছিল E-8072৷ সেখানে পরিষ্কার ভাবেই লেখা ছিল সব জিনিস এর মোট দাম ১ লাখ ১০ হাজার টাকা। ঘটনার দিন রাজকুমারবাবুর বড় ছেলে আরও অভিযোগ করেছিলেন তাদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা চাওয়া হয়েছিল সিঁথি থানার পক্ষ থেকে। তাঁর বাবাকে মেরে ফেলা হল সেটা না দিতে পারার জন্যই। ঘটনার পরিপ্রেক্ষিতে মৃতের ভাই রাকেশ সাউ যে অভিযোগ দায়ের করেছেন তাতেও এই ঘটনার উল্লেখ করা হয়েছে। রাকেশের আরও দাবি, তাঁদের কাছে চাওয়া হয়েছিল ১ লাখ ১০ হাজার টাকা। লালবাজারের সিনিয়র পুলিশকর্তারা এক রকম চমকে উঠেছেন অভিযোগপত্রে এই ঘটনার কথা উল্ল্যেক দেখে৷