মোদি সরকার ভাতে মারছে অন্নদাতাদেরই , এ ভাষাতেই কেন্দ্রকে আক্রমণ করলেন রাহুল গান্ধী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মোদি সরকার কার্যত আড়তদারী ব্যবস্থাই তুলে দিতে চাইছে বেআইনি মজুত আটকাতে পদক্ষেপ গ্রহণ করতে গিয়ে। আড়তদারী ব্যবস্থার সঙ্গে জড়িত কয়েক লাখ মানুষ কাজ হারাতে চলেছেন যার ফলে। আড়তদারী ব্যবস্থা, গণবণ্টন ব্যবস্থা, ন্যূনতম সহায়ক মূল্য ব্যবস্থা কিছু না কিছু ত্রুটি রয়েছে সব জায়গাতেই। কিন্তু মোদি সরকার নতুন কৃষি আইন এনে কার্যত অন্নদাতাদেরই ভাতে মারছে সেই সমস্যার কোনো রকম সমাধান না করেই।এমনটাই অভিযোগ এনেছে রাহুল গান্ধি।

পঞ্জাবের সাঙ্গরুরে কিষাণ ব়্যালিতে রাহুল গান্ধি আরও বলেন, “আমরা মানছি আড়তদারী ব্যবস্থা (মান্ডি ব্যবস্থা) ত্রুটিপূর্ণ। কিন্তু এর উন্নয়নের জন্য কোনও রকম পদক্ষেপ করেনি নরেন্দ্র মোদি। উপরন্তু নতুন কৃষি বিল (যা এখন আইনে পরিণত হয়েছে) এনে ধ্বংস করছেন পুরো ব্যবস্থাকেই। “GST ও নোটবন্দীর প্রসঙ্গ তুলে তিনি এও বলেন, “বিগত ৬ বছর ধরে দেশের গরিব মানুষ, শ্রমিক, কৃষকের কোনও রকম উন্নয়ন হয়নি কেন্দ্রীয় সরকারের নির্ধারিত নীতিতে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *