সিকিমের সব জায়গায় জনজীবন একেবারে ভেঙে পড়েছে প্রবল ধস নামার কারণে
নিজস্ব সংবাদদাতা : গত চার পাঁচ দিন ধরে অবিরাম বৃষ্টির কারনে গোটা জনজীবন ভেঙে পড়েছে সিকিমের সব জায়গাতে। বিশেষ করে উত্তর সিকিম এর অবস্থা ভয়ানক হয়ে পড়েছে, সেনাবাহিনীর হেলিকোপটার পর্যটক দের নিয়ে যাবার জন্য তৈরী থাকলেও আবহাওয়া প্রচন্ড খারাপ হয়ে যাওয়ার কারনে সেই যাত্রা বাতিল করা হয়। সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে এই আবহাওয়া তে পর্যটক দের নিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়বে। তাই অনুকূল আবহাওয়া না হলে নিয়ে যাওয়া সম্ভব হবে না।
তবে সিকিম সরকারের তরফ থেকে এদিন সব জায়গায় পর্যটক দের খাওয়ানোর ব্যবস্থা করা হয়। একসাথে সবাইকে খাওয়ানো হয়। অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যাওয়ায় সিকিম এবং তার আশেপাশের এলাকায় রাস্তার উপরেই পর্যটক দের খাওয়ানোর ব্যবস্থা করেছে প্রশাসন। কবে যেতে পারবেন জানেন না কেউই। প্রশাসন এর তরফ থেকে জানানো হয়েছে পরিস্থিতি যতদিন না পর্যন্ত ঠিক হচ্ছে পর্যটক দের ফেরিয়ে দেওয়া যাবে না।