সিকিমে চালু হল নতুন ডাস্টবিন, ভেজা আবর্জনা ফেললেই গুনতে হবে ৫০০০টাকা জরিমানা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা :সিকিমে চালু হল নতুন ডাস্টবিন,ভেজা আবর্জনা ফেললেই এবার থেকে গুনতে হবে ৫০০০টাকা জরিমানা। সিকিম সরকারের এই নতুন সিদ্ধান্ত চমকে দিয়েছে অনেককে। সিকিম সরকার অনেকদিন আগের থেকেই পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখার ব্যাপারে যথেষ্ট সচেতন। তারা যেভাবে যে যে নিয়ম তৈরি করেছে তাতে যে পর্যটকরাও রেহাই পাবেন না এই কথা স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। প্রতি বছর পর্যটকেরা মূলত আসেন যারা একেবারে নোংরা করে দিয়ে যান।তাদের জন্যই মূলত এই নির্দেশিকা জারি করেছে সিকিম সরকার।

তবে জানা গেছে গোটা সিকিমকে পরিচ্ছন্ন রাখার চিন্তাভাবনা সরকারের অনেকদিন ধরেই ছিল। বিভিন্ন কারণবশত তারা তাদের নিয়ম ঠিকভাবে আনতে পারছিল না। তবে গতকাল থেকে স্পষ্ট নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে সিকিম সরকারের তরফ থেকে। আবর্জনা রাস্তায় দেখা গেলে নেওয়া হবে জরিমানা জরিমানা। বরাবরি সিকিম পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে। কাউকে ছাড় দেওয়া হয়নি, তাই এবার নতুন ভাবে পদক্ষেপ নিয়ে এক নজীর সৃষ্টি করল সিকিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *