সিকিম প্রবল ভূমিকম্পের জেরে কেঁপে উঠল কাকভোরেই, চরম আতঙ্ক তুরস্কের স্মৃতি উস্কে দিয়ে
বেস্ট কলকাতা নিউজ : কাকভোরে ভূমিকম্পে সিকিমের মাটি কেঁপে উঠল প্রবল ভূমিকম্পে । ভূমিকম্পের খবরে হুলস্থূল পড়ে যায় পর্যটকে ঠাসা পশ্চিমবঙ্গের পড়শি রাজ্যেও । ভোর থেকেই শুরু খবরা-খবর নেওয়া। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। ভূকম্পনের জেরে বড়সড় ক্ষয়ক্ষতির কোনো খবর মেলেনি এখনও পর্যন্ত। তবে এমন কম্পনে বাড়ি-রাস্তায় ফাটলের আশঙ্কা ক্রমশ বাড়ছে পাহাড়ি রাজ্য সিকিমে ।
জানা গিয়েছে, সোমবার ভোর ৪টে নাগাদ সিকিমে ভূমিকম্প অনুভূত হয়। সিকিমের ইয়কসনের উত্তর-পশ্চিমে ৭০ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, এদিন সিকিমে ভূ-পৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল । এদিন ভোররাতে ভূমিকম্প টের পেতেই চূড়ান্ত আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু জায়গায় স্থানীয় বাসিন্দাদের বাড়ি-ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়তে দেখা যায়। এই মুহূর্তে সিকিমে ঠাসা পর্যটক। বহু রাজ্য থেকে পর্যটকেরা এই সময়ে সিকিমে বেড়াতে যান।
ভূকম্পপনের আঁচ পেতেই অনেক হোটেল থেকে পর্যটদের রাস্তায় বেরিয়ে পড়তে দেখা যায় । অন্যদিকে, পর্যটকদের পরিজনেরাও সিকিমে ভূমিকম্পের খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়েন। তাঁরাও ফোনে পরিস্থিতির খবর নিতে শুরু করেন। ভূমিকম্পের জেরে সিকিমে খবর মেলেনি তেমন বড়সড় কোনও বিপর্যয়ের। সিকিম সরকারের তরফেও ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির ব্যাপারে বিশদে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য ,দিন কয়েক আগেই তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ২৮ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহদের সংখ্যা অগণিত । ভারত-সহ একাধিক দেশ বিধ্বস্ত তুরস্ক-সিরিয়ার পাশে দাঁড়িয়েছে।