সিবিআই আদালত সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি দিল লালাকে ফেরার ঘোষণা করে
বেস্ট কলকাতা নিউজ : সিবিআই ফেরার ঘোষণা করল কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত পুরুলিয়ার ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালাকে। কেন্দ্রীয় তদন্ত এজেন্সি আগেই এফআইআর দায়ের করে বলেছিল, লালাই ছিল বেআইনি কয়লা পাচার চক্রের মূল মাথা। সিবিআই তাকে ফেরার ঘোষণা করার আবেদন জানিয়ে পিটিশনও দাখিল করেছিল আসানসোলের বিশেষ আদালতে। তাতে অনুমতি দিয়েছে আদালত।
সেই সঙ্গে বিচারক এও বলেছেন, সিবিআই চাইলে লালার পুরুলিয়া, আসানসোল এবং রানিগঞ্জের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে। অন্য দিকে যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রর ভাইয়ের বিরুদ্ধেও লুক আউট নোটিস জারি করেছে সিবিআই। বিনয়ের বিরুদ্ধে আগেই লুক আউট নোটিস জারি করেছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এবার সিবিআইয়ে আতস কাচের নীচে তার ভাইও। এর আগে লালার পুরুলিয়ার বাড়িতেও একাধিকবার হানা দিয়েছে সিবিআই।