সুকনাতে টয় ট্রেনের ১০০ বছর উপলক্ষে আয়োজিত হল বিভিন্ন রকমের অনুষ্ঠান
দার্জিলিং : দার্জিলিং এর টয় ট্রেনের একশ বছর উপলক্ষে সুকনাতে আয়োজিত হল বিভিন্ন রকমের অনুষ্ঠান। বছরের পর বছর ধরে এই ট্রয় ় ট্রেন মানুষকে বিভিন্ন ধরনের পরিষেবা দিয়ে চলেছে। এদিকে এই টয় ট্রেন এমনকি ইতমধ্যে এক আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে। এছাড়াও এশিয়া থেকে ইউরোপ, আফ্রিকা থেকে আমেরিকা সব জায়গাতে টয় ট্রেনের জনপ্রিয়তা অসীম। মূলত ইংরেজদের সময় থেকে চলছে এই টয় ট্রেন। যা এ বছর একশ বছরে পা দিল। এ এক অন্য অনুভূতি, এমনটাই জানালেন সুকনা স্টেশনের কর্মরত এক উচ্চপদস্থ অধিকারীক।

এদিকে টয় ট্রেনও গোটা ভারতের মানুষের কাছে বিপুল জনপ্রিয়ও হয়েছে। গোটা বিশ্বের বাজারে পর্যটনকে চিনিয়েছে। আজকে তার ১০০ বছর , নিঃসন্দেহে এটা একটা অন্য ধরনের আনন্দ। মানুষ ক্রমশ পছন্দ করছে ট্রয় ট্রেন কে। একটা আলাদা আবেগ বলা যেতে পারে। এই উপলক্ষে এদিন সুকনা স্টেশনে সাজ, সাজ পড়ে যায়। স্টেশন কে সাজিয়ে তোলা হয়। এমনকি রেল কর্মীরাও এদিন মিষ্টি বিতরণ করেন।