সুন্দরবনের জঙ্গল ক্রমেই হয়ে উঠছে চরম ভয়ঙ্কর, ফের দ্বীপাঞ্চলে হাহাকার এক বীভৎস এক কাণ্ডে!
বেস্ট কলকাতা নিউজ : প্রতি মুহূর্তে চরম বিপদ ওঁত পেতে থাকে মূলত সুন্দরবনের জঙ্গলে । আর এই ঘোরতর বিপদের আশঙ্কাকে একরকম উপেক্ষা করেই রুজি-রুটির টানে ফি দিন জঙ্গল লাগোয়া খাঁড়ি-নদীতে যেতে হয় এতল্লাটের বহু বাসিন্দাদেরকে । এর আগেও অনেককে বাঘের হাতে প্রাণ দিতে হয়েছে পেটের টানে সুন্দরবনের নদীতে গিয়ে । এবার ফের একবার সেই মর্মান্তিক ঘটনারই পুনরাবৃত্তি হল সুন্দরবনের জঙ্গলে ।
আবারও সুন্দরবনে বাঘের হামলায় মর্মান্তিক মৃত্যু হল এক মৎস্যজীবীর । বাঘের হামলায় মৃত্যু হয়েছে সিদাম হালদার নামে এক মৎস্যজীবীর। জানা গেছে নিহত মৎস্যজীবী সুন্দরবনের গোপালগঞ্জ গায়েনের চক এলাকার বাসিন্দা। এদিকে স্থানীয় সূত্রে খবর , গোপালগঞ্জ গ্রাম থেকে সুন্দরবনের জঙ্গল ঘেঁষা নদীতে মাছ ধরতে গিয়েছিল ৪ জন মৎস্যজীবীর একটি দল।
সোমবার কাকভোরে খবর আসে সিদামকে বাঘে নিয়ে গেছে। গ্রামে ব্যাপক কান্নার রোল পড়ে যায় এই খবর পৌঁছোতেই । এদিকে খবর পেয়ে গ্রামের অন্য মৎস্যজীবীরা সিদাম হালদারের খোঁজে রওনা হয় সুন্দরবনের ওই এলাকায় । বাঘের গ্রাস থেকে আদৌ সিদামের কোনও খোঁজ মেলে কিনা অনেকে ধন্দে রয়েছেন তা নিয়েও।