সুন্দরবনে বাম যুব সংগঠনের বৃক্ষ রোপণ ম্যানগ্রোভ রক্ষা করতে
বেস্ট কলকাতা নিউজ : রাজনৈতিক লড়াই শুধু নয়, এবার সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই গুরুত্ব দিতে চলেছে পরিবেশ রক্ষায় লড়াইকেও। এই প্রথম কোনও রাজনৈতিক দলের গণসংগঠন তাঁদের কর্মসূচি করল পরিবেশ রক্ষার লড়াইকে। আগামী ১২-১৫ ই মে কলকাতার বিধাননগরের ইজেডসিসি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হতে চলেছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ১১তম সর্বভারতীয় সম্মেলন। সংগঠনের তরফ থেকে সিদ্ধান্ত হয়েছিল, পরিবেশ বাচানোর উদ্যোগের অংশ হিসাবে সম্মেলনের ৫০০ প্রতিনিধির নামে রোপন করা হবে ২ টি করে মোট ১০০০ টি ম্যানগ্রোভ চারা।
সেই সিদ্ধান্ত অনুযায়ী হেমনগরে রায়মঙ্গল নদীর চরে বাঁধ লাগোয়া এলাকায় ১০০০ ম্যানগ্রোভ চারা রোপন করা হয় সংগঠনের রাজ্য কমিটি ও উত্তর ২৪ পরগণা জেলা কমিটির যৌথ উদ্যোগে। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপ্যাধ্যায় । কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুবশক্তি পত্রিকার সম্পাদক কলতান দাসগুপ্ত ।
ডিওয়াইএফআই-এর আরও দাবি, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার ম্যানগ্রোভ বাঁচাতে মুখে বললেও বাস্তবে নিয়ে ওঠেনি তেমন কোনও পদক্ষেপ । আমফানের পরে ম্যানগ্রোভ প্রাচীর তৈরির পরিকল্পনা জানিয়েছিলেন সেই সময়ের বনমন্ত্রী । তারপর কেটেছে বেশ কয়েকবছর, সবটাই কথার কথা থেকে গিয়েছে৷ মানুষের বঞ্চনা, বেঁচে থাকার নানা দাবি নিয়ে তাঁরা এত দিন লড়াই চালিয়েছে। এবার পরিবেশ বিপন্ন, সুন্দর বন বিপন্ন । তাই সিপিএমের যুব সংগঠন নামল এই ম্যানগ্রোভ অরণ্য রক্ষা ও পরিবেশ রক্ষায় লড়াইয়ে।