আজ রাজ্যপাল উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রীর সফর বাতিল হতেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রবিবার উত্তরবঙ্গ সফরের কথা আগে থেকেই রাজ্যপাল জানান টুইট করে। তিনি লেখেন, ‘আগামীকাল অর্থাৎ আজ (সোমবার) থেকে এক সপ্তাহের জন্য তিনি উত্তরবঙ্গ সফরে যাবেন ।জানা গেছে আজ রাজ্যপাল বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ। তিনি সেখানে একটি সাংবাদিক বৈঠকও করবেন। তারপর সেখান থেকে দার্জিলিং যাবেন কার্শিয়াং হয়ে।’ দিল্লি থেকে ফেরার পর রাজ্যপালের ৭ দিন উত্তরবঙ্গ সফরকে অনেকেই বেশ ‘তাৎপর্যপূর্ন’ বলে মনে করছেন।

কিছুদিন আগেই রাজ্যপাল জগদীপ ধনকড় উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে। তিনি এমনকি রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব ছিলেন বহু মানুষ উত্তরবঙ্গ থেকে পালিয়ে অসমে আশ্রয় নিয়েছেন বলেও ।এদিকে, হাওয়া অফিস রাজ্যে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন বলেই । তিনি ত্রাণ নিয়ে মানুষের কাছে থাকার পরামর্শ দিয়েছেন সেখানকার দলীয় বিধায়ক, জনপ্রতিনিধি এবং সাংসদদেরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *