সোনামুখী ফরেস্টের উদ্যোগে চারাগাছ প্রদান করা হলো সাধারণ জনগণের হাতে
বেস্ট কলকাতা নিউজ : গত ১৪ই জুলাই থেকে পালিত হয়ে আসছিলো অরণ্য সপ্তাহ । আর সেই মত সারা রাজ্য জুরে চলছিল অরণ্য সপ্তাহ পালনের একাধিক বিভিন্ন কর্মসূচী। এবার আরও একধাপ এগিয়ে গেল বাঁকুড়ার সোনামুখী বনদপ্তর। সোনামুখী বনদপ্তরের উদ্যোগে এবার চারা গাছ তুলে দেওয়া হলো সাধারন মানুষের হাতে । ক্রমাগত বেড়েই চলেছে বিশ্বের তাপমাত্রা । তাছাড়া এবার দু-এক পসলা বৃষ্টি ছাড়া দক্ষিণ বঙ্গে সেই ভাবে বর্ষার আগমন এখনও সেভাবে ঘটেনি। আর তাই পরিবেশকে রক্ষা করতে বনদপ্তরের পক্ষ থেকে এই চারাগাছ বিতরণে বেজায় খুশি সোনামুখীবাসি।
সোনামুখী রেঞ্জ অফিসার দয়াল চক্রবর্তী বলেন, ইতিমধ্যেই আমরা ১০ হাজার চারাগাছ বিতরণ করেছি। মাথাপিছু পাঁচটি করে চারাগাছ সকলের হাতে তুলে দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি ১০০ টি করে চারাগাছ দেওয়া হয়েছে কোন না কোনো ক্লাব বা স্কুল, কলেজকে । হাতে চারাগাছ পেয়ে খুশি সোনামুখীবাসিও।