সোনার ব্যাবসায়ী খুনের ঘটনায় গ্রেফতার হল প্রশান্ত বর্মনের গাড়ীর চালক ও ১ ঠিকাদার
নিজস্ব সংবাদদাতা : সোনার ব্যাবসায়ী খুনের ঘটনায় গ্রেফতার হল প্রশান্ত বর্মনের গাড়ীর চালক ও ১ ঠিকাদার । মূলত কয়েক দিন ধরেই এই ঘটনা নিয়ে প্রচন্ড আলোড়ন তৈরী হচ্ছিলো গোটা রাজগঞ্জ জুড়ে। বি ডি ও অবশ্য গোটা ঘটনা এড়িয়ে যাচ্ছিলেন। কিন্তু সন্দেহ ছিল। অবশেষে এদিন দুজনকে গ্রেপ্তার করা হলে তাদের সাতদিন জেল হেফাজত এর নির্দেশ দেয় আদালত। এই নিয়ে প্রশান্ত বর্মন কে জিজ্ঞাসা করাতে বা ফোন করা হলে অবশ্য তিনি এই বিষয় নিয়ে কোন কথা বলতে চান নি। এই সব তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও জানান বিডিও নিজেই। এদিকে পরপকারী প্রশান্ত বর্মনের উপরে এই অভিযোগ এসে পড়ায় অবাক হয়েছেন অনেক মানুষও। এমনকি কেউ বিশ্বাসও করতে পারছেন না বিডিওর এই খুনের মামলায় হাত থাকতে পারে।


