সোশ্যাল মিডিয়া যুগেও খবরের কাগজের মূল্য অপরিসীম আজ তা ফের প্রমানিত
নিজস্ব সংবাদদাতা : পুজোর কারনে গত পাঁচ দিন বন্ধ ছিল সংবাদপত্র। আর তাতেই না নাভিশ্বাস উঠেছে সংবাদপত্র পাঠকদের। হ্যাঁ এই মোবাইলে যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে এবং ল্যাপটপের যুগেও খবরে কাগজ সকালে আসতে যদি ১৫ মিনিট দেরি করে তাতেই মাথা গরম হয়ে যায় গৃহকর্তার, কারন বলা হয় পড়বার আগে সংবাদপত্রের মূল্য থাকে এক কোটি টাকা, আর সেটা না পেলেই মাথা খারাপ হয়ে যায় গৃহকর্তার। সংবাদপত্র বিক্রেতাদের ষ্টলে রোজই এসে জিজ্ঞাসা, কবে থেকে বের হবে খবরের কাগজ, উত্তর শুনে কিছুটা হতাশ হয়ে যান সংবাদপত্র পাঠক প্রেমিকেরা, তখন পুরনো কাগজও কিনে নিয়ে যান তারা, অথবা ম্যাগাজিন। মনট তাতে দেয় না কিছুতেইতবে চলে যায়, রোজ যদি খবরের কাগজ না দেখা হয়, অনেকেরই সারাদিন ভালো কাটে না।
অনেকেই অফিস যাওয়ার পথে, অথবা দোকান যাওয়ার পথে কিনে নেন খবরের কাগজ, আরে ৫/৬টাকাই তো। তার জন্য তো আর দিনটাকে খারাপ করা যায় না।। প্রতিবারই খবরে কাগজ আসে দ্বাদশীর দিন থেকে। আর ততদিন পর্যন্ত অপেক্ষা করতে করতে, হতাশ হয়ে পড়ে যান খবরের কাগজের পাঠকেরা। আজ প্রথম প্রকাশিত পুজোর পরে, আর সেটা জেনেই হুমড়ি খেয়ে পড়েছেন পাঠকেরা, অনেকেই বাড়িতে একটা কাগজ রাখেন, আবার দু তিনটে কিনে নেন ( তার মধ্যে ইংরেজি সংবাদপত্রও আছে। ৫/৬ দিনের মেকআপ পূরণ করতে হবে যে, খবরে কাগজ যে এখনো জনপ্রিয় তার শীর্ষে আছে, আজ সকালে খবরে কাগজের বাজার তা প্রমাণ করে দিয়েছে। আর প্রমাণ করেছে ৮ হোক বা৮০ খবরের কাগজের জনপ্রিয়তা চিরকাল ছিল, আছে এবং থাকবে।