স্করপেন ক্লাস সাবমেরিন আইএনএস করঞ্জ এল ভারতীয় নৌসেনা বাহিনীতে
বেস্ট কলকাতা নিউজ : ভারতের তৃতীয় স্করপেন ক্লাস ডিজেল ইলেকট্রিক সাবমেরিন আইএনএস করঞ্জ অবশেষে যুক্ত হল ভারতীয় নৌসেনায়। বুধবার এই অত্যাধুনিক সাবমেরিনকে ভারতীয় নৌসেনার অন্তর্ভুক্ত করা হয় মুম্বইয়ে।এই সাবমেরিনকে নৌসেনার অন্তর্ভুক্ত করা হয় চিফ অফ নাভাল অ্যাডমিরাল করমবীর সিং ও অ্যাডমিরাল (অবসরপ্রাপ্ত) ভি এস শেখাওয়াতের উপস্থিতিতে।
এই অনুষ্ঠানে নৌসেনার প্রধান অ্যাডমিরাল করমবীর সিং বলেন, “গত ৭ দশক ধরে ভারতীয় নৌসেনা দেশীয়করণ ও স্বনির্ভরতার কথা বলছে প্রতিরক্ষা ক্ষেত্রে । বর্তমানে ৪০টিই ভারতে তৈরি হচ্ছে ৪২টি জাহাজ ও ডুবোজাহাজের মধ্যে। ভারতীয় নৌসেনার উন্নতি ও ভবিষ্যত পথের মৌলিক তত্ত্বই হল আত্মনির্ভরতা বা দেশীয়করণের গতিময়তা।” ইতিমধ্যেই ভারতীয় নৌসেনার অন্তর্ভুক্ত হয়েছে এই ক্লাসের আরও দুটি সাবমেরিন। সেগুলি হল আইএনএস কালভরি ও আইএনএস খাণ্ডেরি। এই পর্যায়ের চতুর্থ সাবমেরিনের নাম আইএনএস ভিলা। এখন এর ট্রায়াল চলছে সমুদ্রে।