স্টেডিয়াম কমিটির সাথে শিলিগুড়িতে বিশেষ বৈঠক মেয়র এবং ডেপুটি মেয়র মেয়রের
শিলিগুড়ি : শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে স্টেডিয়াম কমিটির সাথে এক গুরুত্বপূর্ণ আলোচনা সারলেন মেয়র এবং ডেপুটি মেয়র, এদিন তারা জানান আগামী এক বছরের মধ্যেও শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম কে আধুনিক করবার কাজ করে যেতে হবে। এই স্টেডিয়ামে আগেও প্রচুর আন্তর্জাতিক মানের খেলা হয়েছে আগামী দিনেও যে হতে পারে সেটাই আমাদের প্রমাণ করা দরকার। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম শিলিগুড়ির গর্ব তাই এই গর্ব আমাদের আরো বাড়িয়ে তুলতে হবে। যে কোন খেলার বিরতি এবং খেলা শেষে খেলোয়াড়দের থাকবার জায়গা যাতে স্টেডিয়ামের মধ্যে করতে পারা যায় সেটা দেখার দায়িত্ব আমাদের সবার।
মেয়র এবং ডেপুটি মেয়র আরো জানান আমাদের সবাইকে এক হয়ে স্টেডিয়ামের উন্নতির কথা ভাবতেহবে। এদিন তারাএকগুচ্ছ পরিকল্পনার কথাও জানান কিভাবে স্টেডিয়ামের উন্নয়ন করতে পারা যায়। অতীতেও কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বহু নামকরা টুর্নামেন্ট হয়েছে ভবিষ্যতেও যাতে নামকরা প্রতিযোগিতা এই স্টেডিয়ামে হতে পারে সেটা দেখার দায়িত্ব আমাদের। আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ জানাবো তারা যেন আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এদিন মেয়র আরো জানান স্টেডিয়ামের ঘাস কিভাবে সুরক্ষিত রাখা যায় সে ব্যাপারটি নিয়ে আমরা চিন্তা করছি। প্রয়োজন হলে স্টেডিয়ামে অন্য কোন অনুষ্ঠান করতে হলে সেই ব্যাপারে আমরা চিন্তা করব ।