স্বপ্নের ফর্মে ভারতীয় মহিলা ক্রিকেট দল, পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ ম্যাচেও পরাজিত করল শ্রীলংকাকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : স্বপ্নের ফর্মে ভারতীয় মহিলা ক্রিকেট দল। শ্রীলংকার বিরুদ্ধে টানা চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে জয় স্মৃতি মান্ধানাদের। পাঁচ ম্যাচের সিরিজে টানা তিন ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের দখলে নিয়েছে ভারত। এদিন চতুর্থ ম্যাচেও দুরন্ত পারফরম্যান্স করে শ্রীলংকাকে পরাজিত করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২২১ রান তোলে ভারত মাত্র ২ উইকেট হারিয়ে। বড় রান তোলার কারিগর হলেন স্মৃতি মান্ধানা, শেফালী, পাশাপাশি উল্লেখযোগ্য বঙ্গ তনয়া রিচা ঘোষ। শ্রীলঙ্কানদের বিরুদ্ধে রিচার ব্যাট গর্জে ওঠে। ১৬ বল খেলে ৪০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তাঁর মারকাটারি ইনিংসের জন্যই ভারত ২০০ রানের গন্ডি পার করে।

ভারতের দুই ওপেনার ব্যাটার স্মৃতি ও শেফালী প্রথম থেকে বিধ্বংসী মেজাজে ছিলেন। স্মৃতি মান্ধনা মাত্র ৪৮ বলে ৮০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। শেফালী ও তাঁকে যোগ্য সঙ্গ দেন। মাত্র ৪৬ বলে ৭৯ রান করেন শেফালী। দুজনেই প্রতিপক্ষের বোলিংয়ের বিরুদ্ধে আক্রমণাত্মক ছিলেন। প্রথম থেকেই তারা শ্রীলংকার বোলারদের চাপে রেখেছিলেন।

তবে রিচার ইনিংসের কথা আলাদা করে বলতেই হয়। কারণ শ্রীলংকাও কিন্তু এদিন কম যায়নি! বড় রান তারা করতে নেমে যথেষ্ট ভালো ব্যাটিং করেছে শ্রীলংকা। স্কোরবোর্ডে ১৯১ রান তুলে ফেলেছিল। রিচার মারকাটারি ইনিংসটির জন্যই ২০০ রানের বেশি করেছে ভারত। সেটা না হলে ম্যাচের ফলাফল অন্যরকম হতেও পারতো। ম্যাচ জেতার জন্য শ্রীলংকা আপ্রাণ চেষ্টা চালায়। আটাপাটু মাত্র ৩৭ বলে ৫২ রান করেন। তবে সেই চেষ্টা ফলপ্রসু হয়নি। ১৯১ রান করে থমকে যায় তাদের ইনিংস। ম্যাচটি ভারত ৩০ রানে জিতে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *