চিন ফেরত রাজ্যের ৪ নাগরিক কোরোনা আক্রান্ত নন, এ কথাই জানাল রাজ্য স্বাস্থ্য দপ্তর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : চিন থেকে কেরালার আক্রান্তদের সঙ্গে একই বিমানে এলেও এ রাজ্যের চারজন কোরোনায় আক্রান্ত নন৷ এমনটাই জানালো রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে৷ কেরালায় ইতিমধ্যেই খোঁজ পাওয়া গেছে নভেল কোরোনা ভাইরাসে আক্রান্ত তিনজনের। এই তিনজনের সঙ্গেই বিমানে করে ২৩ জানুয়ারি এ রাজ্যের চারজন চিন থেকে কলকাতা আসেন । একই বিমানে এলেও কোনো রকম ভাবে কোরোনা সংক্রমণের উপসর্গ নেই তাঁদের শরীরে। যদিও চারজনের মধ্যে তিনজনকে ভরতি করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশন বিভাগে৷ একজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁর বাড়িতেই । কোনো উপসর্গ না থাকলেও নজর রাখা হচ্ছে চারজনের উপরও৷ সোয়াবের নমুনাও পরীক্ষা করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর ৷

কেবল এই চারজনই নয়, কোরোনা আক্রান্ত কেরালার তিনজনের সঙ্গে একই বিমানে চিন থেকে কলকাতায় এসেছিলেন আরও চারজন । স্বাস্থ্য দপ্তর অবশ্য জানিয়েছেন ,ওই চারজনের মধ্যে তিনজন ইতিমধ্যেই ফিরে গেছেন চিনে। দিল্লিতে গেছেন অন্যজন।বর্তমানে যে তিনজন ভরতি রয়েছেন বেলেঘাটা আইডিতে এবং অন্যজন, যাকে নজরে রাখা হচ্ছে তাঁর বাড়িতে, তাঁদের ফোন নম্বর না পাওয়া যাওয়ায় শুরুতে বেশ খানিকটা অস্বস্তিতর মধ্যেও পড়েছিলেন রাজ্যের স্বাস্থ্য আধিকারিকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *