স্বরাষ্ট্র দফতর রাজ্যে হাই অ্যালার্ট জারি করল নূপুর শর্মা ইস্যুতে
বেস্ট কলকাতা নিউজ :অবশেষে রাজ্যের স্বরাষ্ট্র দফতর হাই অ্যালার্ট জারি করল নূপুর শর্মা ইস্যুতে । আজ জুমা নমাজের পর প্রতিবাদ হতে পারে, হাইঅ্যালার্ট জারি করা হলএমন আশঙ্কা করেই। সমস্ত এসপি এবং কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে সতর্ক থাকতে । যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, মূলত সতর্ক থাকতে বলা হয়েছে তার জন্যই।
বিজেপির মুখপাত্র নূপুর শর্মা হজরত মহম্মদকে নিয়ে যে মন্তব্য করেছেন, ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে তাকে ঘিরে। দেশের সীমানা ছাড়িয়ে এমনকি বিদেশেও আছড়ে পড়েছে এই বিতর্কের ঢেউ । বিভিন্ন দেশের পক্ষ থেকেও ওই মন্তব্যের প্রতিবাদ এসেছে। চাপে পড়ে নূপুর শর্মাকে বিজেপি ৬ বছরের জন্য সাসপেন্ড করেছে। তবে বিতর্ক যে থামার নয়, তা পরিষ্কার পারিপা্র্শ্বিক ঘটনা থেকেই।
অন্যদিকে, হিন্দুত্ববাদীরাও সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছে নূপুর শর্মাকে সমর্থন জানিয়ে । অভিনেত্রী কঙ্গনা রাণাওয়াতও নূপুর শর্মার সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এর মধ্যে আবার ভীম সেনা প্রধান সতপাল তাওয়ান্ত নূপূর শর্মাকে প্রবল আক্রমণ করে বসেছেন। এমনকী একটি বিপজ্জনক ঘোষণাও করেছেন তিনি। সতপালের ঘোষণা,’যে ব্যক্তি নূপুর শর্মার জিভ কেটে দেবে, তাকে পুরস্কার দেওয়া হবে ১ কোটি টাকা।’
আসরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বৃহস্পতিবার টুইটে তিনি লেখেন, ‘আমি জোরালোভাবে দাবি করছি, বিজেপির অভিযুক্ত নেতা-নেত্রীদের অবিলম্বে গ্রেফতার করা হোক দেশের ধর্মনিরপেক্ষ ঐতিহ্য ও ঐক্য রক্ষার স্বার্থে এবং সর্বসাধারণের মানসিক শান্তির প্রয়োজনে । একই সঙ্গে, এই ঘৃণ্য প্ররোচনা সত্ত্বেও, আমি আমার সমস্ত জাতি, ধর্ম এবং সম্প্রদায়ের সকল ভাই ও বোনদের কাছে আবেদন জানাচ্ছি সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থে শান্তি বজায় রাখার জন্য।’