স্বল্প মূল্যে মৃত মুরগি বিক্রি করার অপরাধে বাঁকুড়ায় আটক করা হলো ১ জন কে
বেস্ট কলকাতা নিউজ : পোলট্রি ফার্ম থেকে নামমাত্র দামে মরা মুরগী কিনে নিয়ে যাওয়ার সময় স্থানীয় মানুষ এক ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেললেন । ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানা এলাকার ধাদকা গ্রামে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়।স্থানীয়দের দাবি, কোন পোলট্রি ফার্মে মৃত মুরগী বিক্রি না করে মাটিতে পুঁতে ফেলাই নিয়ম। কিন্তু ধাদকা গ্রামের ফার্ম কর্তৃপক্ষ তা না করে অত্যন্ত স্বল্প মূল্যে তা বিক্রি করে দেন। যদিও এই ঘটনাটি দীর্ঘ দিন ধরে ধরে চলে আসছিল৷ এর আগে ক্রেতা গৌতম গরাই, বিক্রেতা, ওই পোলট্রি ফার্মের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী জগন্নাথ পোদ্দাইকে আটক করেছিল এলাকার স্থানীয় বাসিন্দারা ।বুধবার ফের এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে এক ব্যক্তিকে তারা হাতে নাতে ধরে ফেলেন ও খবর দেন পুলিশকেও । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাঁকুড়া সদর থানার পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে।
গ্রামবাসী গণেশ চৌধুরী, উত্তম ঘোষরা বলেন, ওই ফার্মের কর্মচারী এক একটি মরা মুরগী পঞ্চাশ টাকা দরে একজনকে বিক্রি করছিলেন। সেই অবস্থায় তাদের ধরে ফেলে গ্রামের ছেলেরা। এই ঘটনার পর দ্রুত এই পোলট্রি ফার্ম বন্ধ করার ও দাবিও উঠতে শুরু করেছে। তাদের আরও দাবি, এই পোলট্রি ফার্মটি এলাকার সুস্থ পরিবেশ নষ্ট করছে। ধৃত ক্রেতা গৌতম গরাই ওই মরা মুরগী কিনে তা রান্না করে বেলিয়াতোড়-নতুন বাজারে বিক্রি করেন বলে স্বীকার করেছেন। একই সঙ্গে এই কাজ গত এক বছর ধরে করছেন বলে জানান তিনি। যদিও ফার্মের কর্মচারী জগন্নাথ পোদ্দাই সম্পূর্ণ অস্বীকার করেছেন মরা মুরগী বিক্রি করার অভিযোগ । তার দাবি, ফার্ম এলাকা সম্পূর্ণ ঘেরা নেই। মরা মুরগী তারা ফেলে দেন নির্দিষ্ট চৌবাচ্চায়। সেখান থেকে কেউ সংগ্রহ করলে তাদের করার কিছুই নেই বলে দাবি করেন তিনি। পুলিশের পক্ষ থেকে আটক দু’জনকে বাঁকুড়া সদর থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷ একই সঙ্গে পুলিশ ঘটনার তদন্তও শুরু করেছে৷