স্বস্তি সাধারণ মানুষের, দাম বাড়ল না পেট্রলের
বেস্ট কলকাতা নিউজ : এই মুহূর্তে অর্থনৈতিক মন্দা চলছে সমগ্র দেশেই । যার প্রভাব পড়েছে এ দেশের বাজারেও। ক্রমেই বেড়ে চলেছে জিনিসপত্রের দাম।শুধু তাই নয়, একদিকে আর্থিক মন্দা অন্যদিকে রয়েছে বিশ্ববাজারে তেলের দামে ওঠা-নামা। যার প্রভাব পড়ছে দেশের জ্বালানি তেলের উপরেও।এর মধ্যেই রয়েছে জিএসটি কোপ। যার চাপে নাভিশ্বাস হবার অবস্থা সাধারণ মানুষের। যদিও এর মধ্যে সাধারণ মানুষকে স্বস্তি দিয়েছে পেট্রলের দাম।যা অপরিবর্তিত থেকেছে গত ৪৮ ঘন্টায় । তবে আজ শুক্রবার কিছুটা হলেও বাড়ল ডিজেলের দাম।এই মুহূর্তে চেন্নাইতে পেট্রোলের দাম রয়েছে ৭৭.৫৮ টাকা প্রতি লিটার। আর রাজধানী দিল্লিতে এই মুহূর্তে পেট্রোলের দাম ৭৪.৬৩ টাকা প্রতি লিটার। কলকাতাতে এই মুহূর্তে পেট্রোলের দাম ৭৭.২৯ টাকা প্রতি লিটার। এবং বানিজ্যনগরী মুম্বইতে দাম রয়েছে ৮০.২৯ টাকা প্রতি লিটার।