কলকাতা-সহ বাংলায় বইছে লু , কলকাতা ৫৩ ডিগ্রি ছুঁল থর মরুভূমিকে হারিয়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : তীব্র দাবদাহে জ্বলছে বাংলা। এক ফোঁটা বৃষ্টির জন্য চাতক পাখির মত অধীর অপেক্ষায় আকাশের দিকে চেয়ে আছে কলকাতা সহ বাংলার মানুষ। একদিকে যখন পঞ্চায়েত ভোটের তীব্র উত্তেজনায় ফুটছে বাংলা সেই সময় চুপিসারে নতুন রেকর্ড গড়লো বাংলার গরম।আলিপুর আবহাওয়া দপ্তর যখন বলছে কলকাতার তাপমাত্রা মাত্র ৩৮ ডিগ্রি, সেই সময় রিয়েলফিল বা রাস্তায় বেরোলে প্রকৃত গরমের অনুভূতি মাত্রা ছুঁয়ে ফেলল ৫৩ ডিগ্রি! রাজস্থানের থর মরুভূমিকেও হারিয়ে কলকাতা গড়ে ফেলল নয়া রেকর্ড!

তবে শুধুমাত্র গতকাল অথবা আজ নয় অন্তত আগামী ১৮ জুন অর্থাৎ রবিবার পর্যন্ত বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিয়েছে আইএমডি। আপাতত অস্বস্তিকর গরম থেকে রেহাই পাচ্ছে না কলকাতা। বিকেল-সন্ধ্যায় সামান্য বৃষ্টি হলেও স্বস্তি মিলবে না বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী চার-পাঁচদিন কলকাতায় এরকমই আবহাওয়া থাকবে।

কলকাতার আবহাওয়ার প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘কলকাতার ক্ষেত্রে (আগামী কয়েকদিন) মূলত অস্বস্তিকর এবং গরম আবহাওয়া থাকবে। বিকেল বা সন্ধ্যার দিকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।’ সেইসঙ্গে তিনি জানিয়েছেন, বৃষ্টি হলেও তেমন রেহাই মিলবে না। কারণ যা বৃষ্টি হবে, তা বিকেল বা সন্ধ্যায় হবে। আর গরম তো সকাল-দুপুরে থাকছে। সেইসঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা যেহেতু বেশি থাকছে, তাই রাতেও খুব একটা স্বস্তি মিলবে না বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা।আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচদিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে পারদ চড়বে না। যেমন তাপমাত্রা আছে, সেরকমই থাকবে। আপাতত তাপমাত্রার কোনও হেরফের হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *