স্বাধীনতা সংগ্রামী বীর শহীদ বিনয় বসুর জন্ম জয়ন্তীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে স্বাধীনতা সংগ্রামী বীর শহীদ বিনয় বসুর জন্ম জয়ন্তীতে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন মেয়র গৌতম দেব। মেয়র এদিন জানান ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যথেষ্ট গর্বের, সেই ইতিহাসে বিনয় বাদল এবং দীনেশ এর নাম অমর ও উজ্জ্বল হয়ে আছে। আজকে বীর স্বাধীনতা সংগ্রামী বিনয় বোসের জন্মদিন, তার এই দিন আমাদের কাছে সোনার অক্ষরে লেখা থাকবে। তাদের দেশের জন্য আত্ম ত্যাগ এবং তাদের কাজ সত্যি সত্যি মনে রাখবার মতন। বিনয় বাদল এবং দীনেশ আমাদের কাছে পরম পূজিত। তাই তাদের দিন আমাদের কাছে একটা ঐতিহাসিক দিন হিসাবেই লেখা থাকবে। প্রতিবছরের মত এই বছরের এই দিন আমাদের কাছে একটা আলাদা মাত্রা হিসাবেই যুক্ত হয়ে থাকবে।
