স্বাস্থ্য কমিশন মামলা রুজু করলো ডিসানের বিরুদ্ধে ! ৩ লাখ টাকা জমা না করায় রোগিণীর মৃত্যুতে সক্রিয় ভূমিকা নিল কমিশন
বেস্ট কলকাতা নিউজ : স্বাস্থ্য কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করল ডিসান হাসপাতালের বাইরে অ্যাম্বুল্যান্সে পড়ে থেকে করোনা রোগিণীর মৃত্যুর ঘটনায় । স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি অসীম বন্দোপাধ্যায় একথা জানিয়েছেন একটি হোয়াটসঅ্যাপ অডিও বার্তার মাধ্যমে। এই প্রথম কোনও বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করার ঘটনা ঘটল রাজ্যের স্বাস্থ্য কমিশনের ইতিহাসে। এ প্রসঙ্গে অসীমবাবু আরও বলেন, “এই ঘটনা খুবই অমানবিক ও দুঃখজনক। আমরা সিদ্ধান্ত নিয়েছি সমস্ত দিক খতিয়ে দেখেই, ওই মহিলার মৃত্যু হয়েছিল হাসপাতালে দীর্ঘক্ষণ পড়ে থেকেই।”
অসীমবাবু এও জানিয়েছেন, ডিসানে নিয়ে আসার আগে করোনা আক্রান্ত প্রৌঢ়া লায়লা বিবি যে হাসপাতালে ভর্তি ছিলেন, সমস্ত তথ্য তলব করা হয়েছে এমন কি সেখান থেকেও। সে তথ্য কমিশনের হাতে এলে আগামী ১৯ অগস্ট এই মামলার শুনানি হতে পারে বলেও জানিয়েছেন তিনি। এদিকে সমস্ত দিক খতিয়ে দেখে স্বাস্থ্য কমিশন অভিযুক্ত বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষকেই। তাই তারা কার্যত ইতিহাস গড়ল ডিসানের বিরুদ্ধে মামলা রুজু করে।