হবু পাইলটের রহস্যমৃত্যু কলকাতায়! দেহ উদ্ধার হল পরিত্যক্ত বাড়ি থেকে
বেস্ট কলকাতা নিউজ : শহর কলকাতায় রহস্যমৃত্যু হল ১ হবু পাইলটের ৷ পরিত্যক্ত একটি বাড়ি থেকে দেহ উদ্ধার হয় ওই যুবকের ৷ জানা গেছে মৃতের নাম সৌম্যাদিত্য কুণ্ডু ৷ বয়স ২১ বছর ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গিরিশ পার্ক এলাকায় ৷ মৃত তরুণ ওই এলাকারই বাসিন্দা বলেই খবর মেলে স্থানীয় সূত্রে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যৎ নিয়ে বড় স্বপ্ন দেখতেন ওই তরুণ । দক্ষিণ আফ্রিকা থেকে পাইলটের প্রশিক্ষণ নিয়ে কয়েকদিন আগেই শহরে ফিরেছিলেন তিনি । আর তারপর এদিন এই ঘটনা ঘটে ৷ কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানান “গোটা ঘটনার তদন্ত চলছে। পরিবারের সদস্যদের সঙ্গেও আমরা কথা বলেছি ৷”

এই ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে তদন্তে নেমে জানতে পেরেছে, এ দিন সকালে গিরিশ পার্ক থানার কাছে একটি পরিত্যক্ত বাড়িতে ঢোকার সময় কিছু মানুষ ভেতর থেকে অস্বাভাবিক গন্ধ অনুভব করেন । এরপরই তাঁরা বাড়ির একটি ঘরে ঝুলন্ত দেহ দেখতে পান । সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশকে । গিরিশ পার্ক থানার তদন্তকারীরা এসে দেহটি উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য পাঠান । গিরিশ পার্ক থানার পাশাপাশি ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারাও । দেহটি দেখে তাঁদের প্রাথমিকভাবে অনুমান, ওই তরুণ চরম পদক্ষেপ নিয়ে থাকতে পারেন । তবে এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণও থাকতে পারে । সেই সম্ভাবনাও তদন্তকারীরা নাকচ করেনি।
এদিকে লালবাজার সূত্রের খবর, মৃত সৌম্যাদিত্যর পরিচিতরা পুলিশকে জানিয়েছেন যে, দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পরই তাঁর আচরণে পরিবর্তন আসে । অস্বাভাবিক চুপচাপ হয়ে পড়েছিলেন সৌম্যাদিত্য । খুব বেশি কারও সঙ্গে কথা বলতেন না । কোনও সমস্যা বা দুশ্চিন্তা ছিল কি না, তা পরিবার স্পষ্ট করে বলতে পারেনি । তবে তারা স্বীকার করেছে, কয়েকদিন ধরে ছেলের মন খারাপ ছিল বলে তাঁদের মনে হয়েছে ৷

