হাওড়া নয়, স্টাফ স্পেশ্যাল চলছে দাশনগর পর্যন্ত , যাত্রীরা ক্ষোভে ফুঁসছেন প্রতিদিনের ঝুঁকির যাত্রায়
বেস্ট কলকাতা নিউজ : হাওড়া নয়, বরং দশনগর পর্যন্ত স্টাফ স্পেশ্যাল ট্রেন চালাচ্ছে দক্ষিণ পূর্ব রেল। দাশনগর থেকে হাওড়ার দূরত্ব আরও ২টি স্টেশন। ফলে অসংখ্য যাত্রীকে পড়তে হচ্ছে চরম অসুবিধার মধ্যে। কারণ, ট্রেনে যাঁরা উঠছেন, তাঁদের বেশিরভাগেরই গন্তব্য হাওড়া। মহিলারাও রয়েছেন এমনকি এঁদের মধ্যে। বৃহস্পতিবার লাইন ভেঙে বহু যাত্রীকে দাশনগর থেকে হাওড়া আসতে দেখা গেল প্রবল বর্ষণ মাথায় নিয়েই। ছিলেন এমনকি রেলকর্মীরাও। এমনকি তাঁরাও ব্যাপক ক্ষুব্ধ স্টাফ স্পেশ্যাল ট্রেন চলা সত্ত্বেও এভাবে ঝুঁকি নিয়ে তাদের যাতায়াত করতে হওয়ায়।
বৃহস্পতিবার তাঁদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন এভাবে রেলপথ পেরিয়ে হাওড়া পর্যন্ত আসার পর। এমনকি একযোগে হাওড়ায় এসে আধিকারিকদের কাছে নালিশ জানান রেল, ব্যাংক, স্বাস্থ্য, পুলিশ, বিএসএনএল, আদালত, সাংবাদিক – সকলেই। জানান হাওড়া পর্যন্ত ট্রেন না চলায় তাঁদের প্রবল অসুবিধার কথা। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের ডিআরএম এতে অবশ্য তাঁদের কোনও রকম সাহায্যের আশ্বাস দিতে পারেননি। তিনি আরও জানান, হাওড়া দক্ষিণ পূর্ব রেলের এলাকা নয়, তা দাশনগর পর্যন্ত চালানো হচ্ছে ট্রেন চালানোর সুবিধার জন্য।ওই রেলকর্মীরা সাঁতরাগাছি, টিকিয়াপাড়া পর্যন্ত কাজে আসেন। তাই তাঁদের অসুবিধা হচ্ছে না। ফলে হাওড়া পর্যন্ত ট্রেন চালানোর কোনও পরিকল্পনা রেলের আপাতত নেই।