হাওড়া স্টেশন থেকে উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা! চোখ কপালে পিঠের নীল ব্যাগ খুলতেই
বেস্ট কলকাতা নিউজ : রাজ্যের একের পর এক টাকার পাহাড় উদ্ধার হয়ে চলেছে। এবার টাকার পাহাড় মিলল হাওড়া স্টেশনে। বিপুল পরিমাণ টাকা উদ্ধার হল হাওড়া স্টেশন চত্বর থেকে। একটি ব্যাগ থেকে উদ্ধার হয়েছে নগদ প্রায় ৫০ লক্ষ টাকা। রবিবার আরপিএফ সূত্রে এই খবর জানানো হয়েছে।
আরপিএফ জানিয়েছে, হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় এক যুবককে। সেই সময় কর্তব্যরত আরপিএফ জওয়ানরা তাকে আটক করে। তারপর ওই যুবককে আউটপোস্টে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেন জওয়ানরা। ধৃত ওই যুবকের সঙ্গে ছিল একটি নীল ব্যাগ। ওই নীল ব্যাগ খুলতেই দেখা যায়, থরে থরে সাজানো টাকার বান্ডিল। ওই ব্যাগে নগদ প্রায় ৫০ লক্ষ টাকা পাওয়া যায়। ওই টাকা ওই যুবক কোথায় নিয়ে যাচ্ছিলেন এবং কেন নিয়ে যাচ্ছিলেন, তা জানা যায়নি। তার সদুত্তর সে দিতে পারেনি।
আরপিএফ জওয়ানরা বারবার ঘুরিয়ে ফিরিয়ে তাকে টাকার উৎস নিয়ে প্রশ্ন করলেও এ ব্যাপারে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেন সে। তার কাছে কোনো বৈধ কাগজ ছিল না। কোনো প্রমাণ ও নথি দেখাতে না পারায়, পুলিশ তাকে আটক করে।