হাতির তাণ্ডবে ক্রমশ নষ্ট হচ্ছে জমির ফসল , কৃষকেরা চরম নাজেহাল জলপাইগুড়িতে
জলপাইগুড়ি : রোজই নষ্ট হচ্ছে ফসল, পাহার দিয়েও ফল হচ্ছে না তাই হতাশ জলপাইগুড়ির কৃষকেরা। তারা জানিয়েছেন সব রকম প্রস্তুতি থাকলেও , রোজ এক পাল হাতি এসে নষ্ট করে দিচ্ছে ফসল। এত পরিশ্রম করে ফসল ফালাবার পরে ফসল নষ্ট হয়ে যাওয়ায় যথেষ্ট হতাশ তারা। কিভাবে এই সমস্যার সমাধান হবে বুঝতে পারছেন না তারা। তারা জানিয়েছেন হাতীর সাথে লড়ার মত সাহস এবং শক্তি কোনোটাই তাদের নাই।
এদিকে জলপাইগুড়ি বেশ কিছু এলাকায় এই সমস্যা তৈরি হওয়ায়, অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছেন বহু মানুষ। অনেকেই জানিয়েছেন , ফসল নষ্ট হয়ে যাওয়ার কারনে তাদের রোজগার বন্ধ হয়ে যাচ্ছে। হলে অসুবিধার মধ্যে পড়ছেন তারা। এখনই যদি হাতির অত্যাচার বন্ধ করা না যায়, তবে ভবিষ্যতের খাওয়া জোগাড় করাই অসম্ভব হয়ে পড়বে তাদের, জানিয়েছেন তারা।