হাসপাতালের ICU-তে ঢুকে পরপর চললো গুলি, দুষ্কৃতীরা ঝাঁঝরা করে দিল ১ রোগীকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এ যেন গ্যাংস অব পটনা! হাসপাতালে ঢুকে আইসিইউ-তে শুয়ে থাকা রোগীকে গুলিতে ঝাঁঝরা করে দিয়ে চলে গেল ৫ ব্যক্তি। নাহ, কোনও সিনেমার দৃশ্যপট নয়। এটাই বাস্তবে ঘটেছে বিহারে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠেছে রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে। বিহারের পটনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন চন্দন মিশ্র নামক এক ব্যক্তি। তিনি একজন অপরাধী। তাঁর বিরুদ্ধে ডজন খানেক খুনের মামলা রয়েছে। বক্সারের জেলে বন্দি ছিলেন তিনি। পরে তাঁকে ভাগলপুরের জেলে স্থানান্তরিত করা হয়।

সম্প্রতি মেডিক্যাল গ্রাউন্ডে তিনি প্যারোলে মুক্তি পান। পটনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। জানা গেছে আজ সকালে ৫ ব্যক্তি হাসপাতালে আসেন। তারা সোজা হাসপাতালের আইসিইউ-তে ঢোকেন এবং এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা করে দেন চন্দনকে। এরপরে তারা পালিয়েও যায়। পুলিশের তরফে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে অনুমান প্রতিপক্ষ কোনও গ্যাং এই হামলা চালিয়েছে। ঘটনায় হাসপাতালের নিরাপত্তারক্ষীরা জড়িত ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, এই ঘটনায় আরও একবার বিহারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েই প্রশ্ন উঠেছে। বিগত কয়েক সপ্তাহ ধরেই বিহারে পরপর একাধিক খুনের ঘটনা ঘটেছে যেখানে বিজেপি নেতা থেকে আইনজীবী, ব্যবসায়ী খুন হয়েছেন। বিরোধী দল, আরজেডির নেতা তেজস্বী যাদব এই বিষয়ে বলেন, “হাসপাতালের আইসিইউ-র ভিতরে ঢুকে খুন করা হচ্ছে। বিহারে কি কেউ কোথাও সুরক্ষিত?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *