হিন্দির ব্যবহার বাধ্যতামূলক কলকাতার কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে, চরম বিতর্কে মোদি সরকার
বেস্ট কলকাতা নিউজ : কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক বার অভিযোগ উঠেছে, যে তারা হিন্দি ভাষা দিয়ে গ্রাস করতে চাইছে আঞ্চলিক ভাষা, সংস্কৃতিকে। এমনকি তারা হিন্দি আগ্রাসন চালাচ্ছে। এমনকী নতুন শিক্ষা নীতি (এনইপি)-র বিরুদ্ধেও বিভিন্ন রাজ্যের সরকার এই একই অভিযোগ তুলেছে। এবার কলকাতার এক কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে যা ঘটল, তার পর আরও জোরালো হল সেই অভিযোগই।
মূলত একটি নির্দেশিকা জারি হয়েছে কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স-এ । তাতে বলা হয়েছে, হিন্দিকেই অগ্রাধিকার দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় অফিশিয়াল কাজে ।নির্দেশিকাটি জারি হয়েছে ১৯ মার্চ। তাতে বলা হয়েছে, হিন্দিতেই লিখতে হবে প্রতিষ্ঠানের সমস্ত সরকারি চিঠি পত্র । অফিসের কাজকর্ম থেকে ফাইলে সই— সবই হিন্দিতে করতে হবে।
কেন তারা কেন্দ্রের নির্দেশ পালন করছে না, তা নিয়ে চিঠি দেওয়া হয়েছে এমনকি ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সকেও । এর পরই কেন্দ্রের নির্দেশ মেনে হিন্দি ভাষায় কাজকর্ম করা হবে বলে জানিয়েছে ওই কেন্দ্রীয় প্রতিষ্ঠান কতৃপক্ষ ।একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।
কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে?
• হিন্দিতেই লিখতে হবে প্রতিষ্ঠানের সব চিঠিপত্রের ৫৫ শতাং।
• হিন্দিতে লেখা কোনও চিঠি পেলে, হিন্দিতেই দিতে হবে তার উত্তর।
• ফাইলপত্রে নোট নিলে, তার ৩৩ শতাংশ হিন্দিতে করতে হব।
• প্রতিষ্ঠানের সমস্ত ফাইলের নাম থাকবে হিন্দি এবং ইংরেজিতে।
• ফাইলে প্রথমে হিন্দিতে, তার পর ইংরেজিতে সেটার নাম লিখতে হব।
• সার্ভিস বুকে যা এন্ট্রি করা হবে, তার পুরোটা হবে হিন্দিতে। প্রতিষ্ঠানের কাজকর্মে সইও হিন্দিতে করা বাধ্যতামূল।
গোটা বিষয়ে নজর রাখার জন্য প্রতিষ্ঠানে হিন্দি বিষয়ক আধিকারিক রাখা হয়েছে।