হুরমড়িয়ে ভেঙে পড়ছে সেবক এর বিখ্যাত করোনেশন ব্রিজ, ভিডিও ভাইরাল হতেই ছড়ালো ব্যাপক চাঞ্চল্য

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে ভেঙে পড়ছে সেবক এর বিখ্যাত করোনেশন ব্রিজ। এটা ভাইরাল হতেই চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা সেবক জুড়ে। এমনকি এক সেচ্ছাসেবী প্রতিষ্ঠান জলপাইগুড়িতে থানায় একটি অভিযোগ পত্র ডায়াল করেছে। কিভাবে এই ভাইরাল ভিডিওকে বন্ধ করা যায় সেটা দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। হঠাৎ করে এই করোনেশন ব্রিজ ভাঙার দৃশ্যটি মোবাইলে চলে আসার পর থেকে একের পর এক ফোন আসতে শুরু করে দেয়। অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন, ভৌগোলিক দিক থেকে বিচার করলে সেবকের এই করনেসন ব্রীজের গুরুত্ব অপরিসীম। পাহাড়ের বিভিন্ন এলাকা থেকে করোনেশন ব্রিজের মাধ্যমে প্রচুর মানুষ যাতায়াত করেন। ও মানুষ পাহাড়ে যান , এবং পাহাড় থেকে ফিরে আসেন। হঠাৎ করে এই ভিডিও সামনে আসায় আতঙ্কিত হয়ে পড়েন পর্যটক এরাও। বহু মানুষ পাহাড়ে আছেন, তারা বাড়ি ফিরবার ব্যাপারে আতঙ্কিত হয়ে পড়েন।

এদিকে করোনেশন ব্রিজ ভেঙে পড়ছে এই খবর পৌঁছানোর সাথে সাথেই ওই এলাকার স্থানীয় মানুষেরা করোনেশন ব্রিজের সামনে এসে বিক্ষোভ দেখান। তাদের দাবি এত গুরুত্বপূর্ণ একটা জিনিস কে নিয়ে এই ধরনের রসিকতা যে বা যারা করছেন , তাদের কঠোর শাস্তি পাওয়া উচিত। এদিকে বিশেষজ্ঞদের মতে করোনেশন ব্রিজকে নিয়ে কোন সমস্যা নেই। যথেষ্ট মজবুত এবং পোক্ত ব্রিজ এটি। আজকে কেন আগামী দিনেও কোন সমস্যা হবে না। কিন্তু কিভাবে এই ভিডিও ভাইরাল হলো? অথবা কে বা কারা করলেন কেন করলেন এই প্রশ্ন এখন সবার মুখে মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *