হেরিটেজের মধ্য অন্যতম সেরার সেরা হল শিলিগুড়ির নেতাজি কেবিন
শিলিগুড়ি : উত্তরবঙ্গের শুধু কেন গোটা ভারতের পর্যটনের অন্যতম মহীরুহ রাজ বসু আয়োজন করেছিলেন, একটি অনুষ্ঠানের। পর্যটনের সাথে জড়িয়ে আছেন যারা তাদের দ্বারা পরিচালিত, ” হেরিটেজ শিরোপা ” পুরস্কার অনুষ্ঠান। সেখানে অন্যান্য সংস্থাগুলি সাথে পর্যটন দপ্তরের দ্বারা পুরস্কৃত হল নেতাজি কেবিন। শিলিগুড়ির বহু পুরনো স্মৃতির সাথে জড়িত, টাউন স্টেশন, মেঘদুত সিনেমা হল, দীনবন্ধু মঞ্চ, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, কলেজ মাঠ আরো কতকি । এর সাথেও সেরা পুরস্কার দেওয়া হলো বিধান মার্কেট তথা বাংলার গর্ব নেতাজি কেবিনকেও। ৫০ বছর ধরে একছত্র অধিকার যাদের আছে তারা তো পুরস্কার পাবেনই। হেরিটেজ মানেই ঐতিহ্য, সে দার্জিলিংয়ের টয় ট্রেন হোক কিংবা এনজিপি স্টেশন।
এদিকে নেতাজি কেবিন কে পুরস্কার দেওয়া হল শুধুমাত্র ঐতিহ্যকে ধরে রাখার জন্যই নয় তার সাথে চায়ের গুণমান এবং চায়ের বাজারে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য। বর্তমান কর্ণধার প্রণবিন্দু বাগচী জানান চায়ের বাজার ধরে রাখা এখন খুব কঠিন। এখন অনেক ভালো ভালো দোকান এসে গেছে। তারই মধ্যে থেকেও আমরা শুধু ধরে রেখেছি চায়ের বাজার। যেটা অন্যরা পারেনি। তাই আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে মানুষের চায়ের স্বাদ যাতে এই দোকানে এসে নষ্ট না হয় সেটুকু দেখবার। এটুকু করতে পারলে বুঝবো অনেকটা করেছি। আর এই কৃতিত্ব শুধু আমার একার নয় আমার সাথে যারা ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন আমার দোকানের কর্মচারীরা এই কৃতিত্ব তাদেরও। ভবিষ্যতে যদি সারা ভারত জুড়ে নাম করতে পারি সেটাই হবে আমার এত বছরের সবথেকে বড় পুরস্কার বলেও এদিন জানালেন প্রণবেন্দু বাগচী।