হোটেলে উপচে পড়া ভীড়, শিলিগুড়ি এখন মূলত নির্ভরশীল বহিরাগতদের উপরেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : কেউ জলপাইগুড়ি,কেউ কোচবিহার,কেউ আলিপুর অথবা কেউ আসেন পাহাড় থেকে আবার কেউ মালদা উপার্জনের আশায় এখন শিলিগুড়িতে ভীড় বহিরাগতদেরই। দুপুরে হোটেলে ভীড় করেন এই সব বহিরাগতরাই।কেউ দুপুরে ভালো মতন খেয়ে রাতে রুটি সবজী নিয়ে চলে যান। এক হোটেল মালিকের কথায় শিলিগুড়ি চলছে একেবারেই বহিরাগতদের জন্য।

তবে শুধুমাত্র খাবারই নয় শিলিগুড়ির গোটা বাজার চলছে এখন বহিরাগতদের নিয়েই। এদের কারো বাড়ির অবস্থা খুব একটা ভাল নয়, অবস্থা ফেরাতে বাইরে আসা,আবার বেশী বাইরে নয় কারন দরকার হলে যে আবার ফিরে যেতে হবে বাড়িতে। নানান সমস্যা মাথায় করে নিয়ে বাইরে থাকছেন এইসব ছেলেমেয়েরা। মেয়েরাও অবাক হলেও সত্যি কথা এটা। কারন টাকা ছাড়া চলবে কি করে। যার টাকা নেই তার কোন কিছুই নেই। বহিরাগতরা আছেন বলেই হয়ত চলছে শিলিগুড়ি। নাহলে স্থানীয় মানুষেরা আর কিই বা কিনবেন আর কতখানিই বা কিনবেন। অতএব ভরসা সেই বহিরাগতরাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *