হোটেলে দেহব্যবসা মুম্বইয়ের ৪ উঠতি অভিনেত্রীর! ফাঁদ পেতে উদ্ধার করল পুলিস
বেস্ট কলকাতা নিউজ : দেহ ব্যবসায় জড়িয়ে ৪ উঠতি অভিনেত্রী। এখনও পায়ের তলায় জমি শক্ত হয়নি! লড়ছেন কেরিয়ারের জন্য! এদিকে দেহ ব্যবসায় জড়িয়ে পড়েছিলেন তাঁরা! এমনই ৪ অভিনেত্রীকে উদ্ধার করল পুলিস। পর্দাফাঁস হল এক বড়সড় মধুচক্রের । জানা গেছে ৪ উঠতি অভিনেত্রীর সঙ্গে একজন মিডলম্যানকেও এদিন গ্রেফতার করেছে পুলিস। ধৃতের নাম শ্যাম সুন্দর অরোরা। অভিযোগ, সে-ই ওই উঠতি অভিনেত্রীদের দেহ ব্যবসায় নামায়। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। মুম্বই শহরের পাওয়াই এলাকার একটি হোটেল থেকে ৪ উঠতি অভিনেত্রীকে উদ্ধার করে পুলিস। পুলিস জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়েই এদিন হোটেলে হানা দেয় পুলিস।

পুলিসের কথায়, “সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই পুলিস ওই হোটেলে একটি ফাঁদ পাতে। তাতেই ধরা পড়ে শ্যাম সুন্দর অরোরা নামে ওই ব্যক্তি। জেরায় জানা যায়, সে মধুচক্রের দালাল। উঠতি অভিনেত্রীদের জোর করে দেহ ব্যবসায় নামাত সে।” উদ্ধার হওয়া ৪ অভিনেত্রীর মধ্যে একজন হিন্দি টিভি সিরিয়ালে কাজও করেছে। মুম্বইয়ের পাওয়াই থানায় ধৃত ব্যক্তি ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ঘটনার তদন্ত শুরু করে পুলিস। এই চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিস।