হোমস্টে গুলিকে নিয়ে নতুন ভাবে ভাবছে রাজ্য সরকার, এমনটাই জানালেন উত্তরবঙ্গ পর্যটনের অন্যতম কর্ণধার রাজ বসু

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : এবার আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। উত্তরবঙ্গের হোমস্টেবলীকে নিয়ে নতুন চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। রাজ্য সরকার জানিয়েছে তারা দেখেছে উত্তরবঙ্গের হোমস্টে গুলি বর্তমানে প্রচন্ড জনপ্রিয়, সবচাইতে বড় কথা হোমস্টে গুলিকে দিয়ে কর্মসংস্থান হচ্ছে। শিক্ষিত ছেলেমেয়েরা কর্মসংস্থান এর সুযোগ পেয়ে বাইরে যাচ্ছেন না। এর ফলে উপকৃত হচ্ছে উত্তরবঙ্গ। রাজ্য সরকারের তরফ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় থাকা হোমস্টে গুলি কে আরো উন্নত করবার চিন্তা ভাবনা করা হচ্ছে। পর্যটকরা যাতে এই সব জায়গায় আসতে, কোন সমস্যার মধ্যে না পড়েন সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে মাদারিহাট, গরুমারা এবং জলদাপাড়ায় যে যে হোমস্টে এগুলি আছে সেগুলোকে আরো উন্নত মানের করবা চেষ্টা করা হবে।

শিলিগুড়ি উত্তরবঙ্গ এর মধ্য অন্যতম কেন্দ্রিক শহর, সাধারণত পর্যটকরা চিন্তাভাবনা করেন শিলিগুড়িতে এসে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়া, যার যেখানে যেতে পছন্দ, আর এরই মধ্য যে যে হোমস্টে গুলি ভালো জায়গায় আছে সেগুলিকে বাদ দিয়ে নতুন হোমস্টে গুলিকে আধুনিকীকরণের চেষ্টা করতে রাজ্য সরকার, এমনটাই জানান উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ তথা ভারতের পর্যটনের অন্যতম কর্ণধার শ্রী রাজ বসু। তিনি আরো জানান ২০২৫ ২০২৬ এ উত্তরবঙ্গে আরও অতিথি নিবাস তৈরি হবে। যার ফলে উপকৃত হবেন পর্যটক এবং স্থানীয় মানুষ সকলে। তিনি আরও বলেন একদিন এমন সময় আসবে,যেদিন উত্তরবঙ্গ সারা বিশ্বের মানচিত্রে চিহ্নিত হবে পর্যটনের অন্যতম বড় ক্ষেত্র হিসাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *