১০ বছর পর পুরসভার হাতে এলো সুবোধ মল্লিক স্কোয়ার, সৌন্দর্যায়নের পাশাপাশি হতে চলেছে সবুজায়নের কাজও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দীর্ঘ ১০ বছর পর সুবোধ মল্লিক স্কোয়ারের (ওয়েলিংটন স্কোয়ার) একাংশ ও সংলগ্ন এলাকা কলকাতা পুরসভার হাতে এসেছে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য ওই জায়গাটি এতদিন কেএমআরসিএল-কে দেওয়া হয়েছিল। সম্প্রতি তারা ফের পুরসভাকে জায়গাটি ফিরিয়ে দিয়েছে। সেখানে এবার নতুন করে হবে সবুজায়ন। হবে পার্কের অন্যান্য উন্নয়নও।

ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য পুরসভার কাছ থেকে সুবোধ মল্লিক স্কোয়ারের একাংশ, পাশের স্পোটর্স ক্লাব ও বক্সিং রিংয়ের জমি নিয়েছিল কেএমআরসিএল। উল্লেখ্য, ১৯২৭ সালে এই ক্লাবের সূচনা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর হাত ধরে। সুবোধ মল্লিক স্কোয়ারে শিয়ালদহ ও এসপ্ল্যানেডের মধ্যে মাটির নীচে একটি স্টেশন তৈরি হওয়ার কথা ছিল। পরে সেই সিদ্ধান্ত বদল করে সেখানে একটি ভেন্টিলেশন স্যাফ্ট (কুয়ো) বানানো হয়। প্রথমে সেটা এমনভাবে বানানোর কথা ছিল, যাতে দীর্ঘ সুড়ঙ্গে কোনও সমস্যা তৈরি হলে আপৎকালীন পরিস্থিতিতে যাত্রীদের বের করে আনা সম্ভব হয়। কিন্তু, বছর দু’য়েক আগে মেট্রোর তরফে জানিয়ে দেওয়া হয়, সেখানে এই সুযোগ থাকছে না। ভেন্টিলেশন স্যাফ্টটি শুধুমাত্র সুড়ঙ্গে বাতাস চলাচলের সুবিধার জন্য ব্যবহৃত হবে। এখন মেট্রো রুট পুরোপুরি চালু হয়ে গিয়েছে। তাই পুরসভার জমি তাদেরকে হস্তান্তরিত করেছে কেএমআরসিএল। পার্কের ভিতরে মেট্রোর কাজের জন্য আনা বিভিন্ন মেশিন ও যন্ত্রপাতি সরানোর কাজ শুরু হয়েছে। কলকাতা পুরসভার উদ্যান বিভাগের এক কর্তা বলেন, ‘পার্কের ওই অংশ ও আশপাশের এলাকা ফের পুরসভার হাতে এসেছে। ওই ভেন্টিলেশন স্যাফ্টের জায়গাটি নিয়ে এখনও মেট্রোর সঙ্গে কোনও কথা হয়নি। পুরসভা পার্কটি নতুন করে সাজিয়ে তুলতে চায়। সেখানে সবুজায়ন হবে, ল্যান্ডস্কেপ করা হবে। তৈরি হবে ওপেন জিম। একাধিক পরিকল্পনা রয়েছে।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *