২টি সিলিন্ডার ফাটল প্রবল বিকট শব্দে, বাড়ির বারান্দা উড়ল মহেশতলায়
বেস্ট কলকাতা নিউজ : ভয়াবহ বিস্ফোরণ ঘটলো মহেশতলায়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে বাড়ির বারান্দার গ্রিল থেকে শুরু করে সব উড়ে গিয়েছে। জানা যাচ্ছে, পরপর দু’বার সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। কিন্তু এখনও স্পষ্ট নয়, ঠিক কী কারণে দ্বিতীয়বার বিস্ফোরণ হয়েছে। ঘটনায় জখম হয়েছে পাঁচজন।
স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালবেলা সাড়ে সাতটা নাগাদ হঠাৎ করেই একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান এলাকাবাসী। পরপর দু’বার সেই বিস্ফোরণের শব্দ শুনতে পান তাঁরা। ঘটনার সময় বিধ্বংসী আকার নেয় আগুন। দ্রুত সেখানে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, যে বাড়িতে ঘটনাটি ঘটেছে তাঁদের দু’টি সিলিন্ডার ছিল। একটি রিজার্ভে রাখা থাকত। পরপর দু’টি সিলিন্ডার থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এই ঘটনা প্রসঙ্গে এলাকারই এক যুবক বলেন, “সকালবেলা হঠাৎ একটা শব্দ শুনতে পাই। আমরা দৌড়ে নিচে নেমে আসি। দেখি দাউদাউ করে ওই বাড়ির উপরের তলা পুরো জ্বলছে। বাকি সবাইকে খবর দিই। তারপর দমকল আসে। আমরা নিজেরাই বালতি বালতি জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করছিলাম।”