২০২৬ আর বেশি দেরি নেই এর মধ্যে আমাদের অনেক তৈরি হতে হবে, দলীয় কর্মীদের বার্তা দিলেন ওয়ার্ড সভাপতির কমল কর্মকার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : ২০২৬ এর বিধানসভা নির্বাচন আসতে আর বেশি দেরি নেই। আমাদের দরকার ভালোমতো তৈরি হওয়া যাতে আমরা ভালোভাবে মানুষের জন্য কাজ করতে পারি। জানিয়ে দিলেন শিলিগুড়ি চৌদ্দ নম্বর ওয়ার্ড সভাপতির কমল কুমার কর্মকার। তিনি জানান আমাদের অনেক গুছিয়ে কাজ করতে হবে, যাতে মানুষ মনে করে আমরা মানুষের জন্যই এসেছি। তৃণমূল কংগ্রেস দল একটি সঙ্গবদ্ধ দল , আমরা প্রত্যেক কর্মীরা একে অন্যের সাথে মিলেমিশে থাকি। তাই আমাদের সবার আগে প্রয়োজন, নিজেদের ভুল ত্রুটি গুলো শুধরে দলের জন্য কাজে নেমে পড়া। মানুষ আমাদের ভোট দিয়ে জিতিয়েছে, একবার নয় বেশ কয়েকবার আর মানুষের জন্য আমাদের সময় দেওয়া একান্তই জরুরী।

কমল কর্মকার এদিন আরো জানান বিজেপি এবং সিপিএম, আরজিকর নিয়ে দিনের পর দিন নোংরা রাজনীতি শুরু করেছে, তবে তাদের এই চাল মানুষ বুঝতে পেরে গেছে, তাই বিজেপিও এবার নিজেদের এইসব নোংরা চালের থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। সিপিএমও চায় মানুষের মধ্যে নোংরা চিন্তা ঢুকিয়ে তৃণমূলের থেকে মানুষকে দূরে করে দেওয়া কিন্তু মানুষ এই চাল আগেই নষ্ট করে দিয়েছে। আমরা নিজেরা যদি ঠিক থাকি, তবে কেউ আমাদের ভাঙতে পারবে না বলেও এদিন জানান কমল কুমার কর্মকার। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছেন। কার আমলে কন্যাশ্রী এবং রূপশ্রী আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এটা কত গর্বের বিষয় আমাদের কাছে। কমল কর্মকার আরো বলেন মানুষের কথা উনি চিন্তা করেন বলেই এতগুলো প্রকল্প উনি শুরু করেছেন। তাই আমাদের সবার উচিত ওনার পাশে থাকা। এরকম মুখ্যমন্ত্রী বাংলায় আর কোন দিন আসবেন কিনা সন্দেহ, সবার আগে দরকার আমাদের ওনাকে সমর্থন করা। এবং ওনার পাশে দাঁড়ানো। তিনি এও জানান, সারা বাংলা জুড়ে বিজেপি এবং সিপিএম বিষ ছড়িয়ে দিচ্ছে মানুষের মধ্যে, আমাদের সেই বিষ কে বের করে আনতে হবে। যাতে বাংলার মানুষ সুখে থাকেন শান্তিতে থাকেন। সবাইকে পূজোর শুভেচ্ছা এবং শুভকামনা জানালেন তিনি। কমল কর্মকার জানান পুজোয় সবাই নিজের পরিবারের সাথে আনন্দে থাকুন আনন্দে কাটান, এটাই আমার শুভেচ্ছা এবং শুভকামনা। এই পুজোতে বড়লোক গরিবের কোন ব্যাপার নেই, আনন্দ করার অধিকার আমাদের সবার। তাই সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *