২৬,০০০ চাকরি বাতিলের রায়ের ‘পরিবর্তন’ চেয়ে মধ্যশিক্ষা পর্ষদ আবেদন জানালো সুপ্রিম কোর্টে
বেস্ট কলকাতা নিউজ : এসএসসি (SSC) নিয় সুপ্রিম কোর্টের রায়ে সাময়িক পরিবর্তন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হল মধ্যশিক্ষা পর্ষদ। অবশেষে শীর্ষ আদালতের কাছে আবেদনও দাখিল করল পর্ষদ। নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক, এমনটাই আবেদন জানানো হয় পর্যদের তরফে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের সভায় দাঁড়িয়ে বলেন , “সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আর্জি জানাবে রাজ্য সরকার।”

এদিকে পর্ষদের দাবি, চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত চাকরিহারাকে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চেই মূলত এই আবেদন করেছে পর্ষদ। একসঙ্গে ২৫ হাজার ৫৭২ চাকরি চলে যাওয়ায় রাজ্যের একাধিক স্কুলে শিক্ষকের সংখ্যা কমে গিয়েছে। কোথাও কোথাও স্কুল শিক্ষক-শূন্য হয়ে গিয়েছে। কোন স্কুলে কী অবস্থা, তা উল্লেখ করা হয়েছে পর্ষদের ওই আবেদনে।
আবার সুপ্রিম কোর্টের চাকরি বাতিলের রায়ে এও বলা হয়েছে, নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, আর সেই প্রক্রিয়ায় যোগ্যতা প্রমাণ করে ফিরতে হবে চাকরিহারাদের। মধ্যশিক্ষা পর্ষদের আবেদন, যতদিন না সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, ততদিন পর্যন্ত চাকরিতে যেতে দেওয়া হোক যোগ্যদের অথবা চলতি শিক্ষাবর্ষ শেষ হওয়া পর্যন্ত চাকরি করতে দেওয়া হোক। উল্লেখ্য,চাকরিহারাদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, “স্কুলগুলো কে চালাবে? সবাইকে অযোগ্য বলার অধিকার দিল কে? তাঁর দাবি, সুপ্রিম কোর্টকে ব্যাখ্যা দিতে হবে।” যোগ্য-অযোগ্যদের তালিকা দেওয়ার আবেদনও জানানো হবে শীর্ষ আদালতের কাছে।