২৮শতাংশ জিএসটি বসতে চলেছে লটারির উপরে
বেস্ট কলকাতা নিউজ : বুধবার জিএসটি কাউন্সিলের বৈঠকে কোনও আলোচনা হয়নি করের হার বাড়ানো নিয়ে এ কথাই জানালেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র । লটারির উপর জিএসটি বসবে ২৮ শতাংশ হারে৷ পরের বছর ১ মার্চ থেকেই এই হারে সবকটি রাজ্যেই লটারির উপর (তা সরকার পরিচালিতই অথবা বেসরকারি পরিচালিত) জিএসটি বসবে বলেও জানিয়েছেন রাজস্ব সচিব অজয়ভূষণ পাণ্ডে।এদিকে, জিএসটি কাউন্সিলের চেয়ারপার্সন তথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য, কাউন্সিল থেকে কোনও রকম ভাবেই ভোট চাপিয়ে দেওয়া হয়নি এই জিএসটি বৃদ্ধির বিষয়ে। কিন্তু একজন সদস্যের প্রস্তাব মেনে নিয়ে বাকিরাও মত দেন ভোটাভুটির পক্ষে৷ তারপরই সহমতের ভিত্তিতে একই হারে লটারির উপর কর বসানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয় সব রাজ্যেই ৷