২৯ শে জুলাই সব জায়গার মতো শহর শিলিগুড়িতেও এদিন পালিত হল ” মোহনবাগান দিবস “

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : ২৯ শে জুলাই, এদিনটি মূলত জন্মদিন হিসেবে পালিত হয় শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগানের। সেই ঐতিহাসিক ২৯ শে জুলাই, মোহনবাগানের জন্মদিন। এদিনটি মূলত এক বিরাট গর্বের দিন মোহনবাগানিদের কাছে। সারা বাংলা জুড়ে মোহনবাগানের সদস্য এবং সমর্থকেরা পালন করলেন ২৯ শে জুলাই। এদিকে এদিন কোনো রকম ব্যতিক্রমী ছিল না শহর শিলিগুড়িও এদিন ” শিলিগুড়ি মেরিনার্স” পালন করল ঐতিহাসিক ২৯ শে জুলাই দিনটিকে । শিলিগুড়িতে মহানন্দা নদীর পাশে আছে মোহনবাগানের লেন। সেখানেই এদিন পালন করা হলো মোহনবাগান দিবস।

এদিকে এদিন আদ্যোপান্ত মোহনবাগানী ডেপুটি মেওর রঞ্জন সরকার কেকও কাটলেন, তিনি জানান ছোটবেলা থেকেই মোহনবাগানকে দেখেই শিখেছি, মোহনবাগানকে দেখেই বড় হয়েছি। মোহনবাগান জিতলে যেমন আনন্দ পাই হারলেও তেমনই বেদনা লাগে। আমারও প্রাণ মোহনবাগান । এ দিন কেক কাটার সময় উপস্থিত ছিলেন শিলিগুড়ির মোহনবাগানের সকল সদস্য এবং সমর্থকেরা। উপস্থিত ছিলেন ক্ষুদে মোহনবাগানীরাও।

এদিন মোহনবাগানের জন্মদিন উপলক্ষে গোটা শিলিগুড়ি কে সাজিয়ে তুলেছিলেন মোহনবাগানের সদস্য এবং সমর্থকেরা। কেক কাটার সময় উপস্থিত ছিলেন মোহনবাগানের বিশিষ্ট সমর্থকেরা। উপস্থিত ছিলেন সুদীপ্ত জানা , মোহনবাগান যার কাছে মায়ের মতন। তিনি জানান প্রতিবছর এই দিনটি আমার কাছে একটা আলাদা অনুভূতির মতন। তাই এই দিনটিতে একটু সময় বের করি আমার প্রিয় ক্লাব মোহনবাগানের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *