৩ জন গ্রেপ্তার দত্তপুকুর শ্যুট আউট কান্ডে, উদ্ধার হল খুনে ব্যাবহৃত ২ টি আগ্নেয়াস্ত্র এবং বাইক
বেস্ট কলকাতা নিউজ : সম্প্রতি জমির কারবারি মন্মথ মন্ডলের সঙ্গে অংশিদারদের বিবাদ চলছিল দত্তপুকুরের কাশেমপুর মৌজায় ২২ বিঘা জমির বিক্রি নিয়ে। অংশিদারদের সন্দেহ হয় এই ২২ বিঘা জমি বিক্রির কাজটা মন্মথ একাই করে ফেলছিল বলেই । এই নিয়ে বিবাদ থেকেই গত ২৭ জুন জমির কারবারি মন্মথ মন্ডলকে খুন হতে হয়েছিল ভর সন্ধ্যায় দত্তপুকুরের খেজুরতলায়। শ্যুট আউট কান্ডে আরও দু’জনকে গ্রেপ্তারের পর পুলিশের কাছে এমনই তথ্য উঠে এসেছে । পুলিশ আরও জানিয়েছে ধৃতরা হল চন্ডি ঘোষ এবং আকাশ নায়েক।এমনকি উদ্ধার করা হয়েছে খুনে ব্যাবহৃত দুটো আগ্নেয়াস্ত্র এবং বাইকটিও। এই নিয়ে দত্তপুকুর থানার পুলিশ শ্যুট আউট কান্ডে তিন জনকে গ্রেপ্তার করল। পুলিশ বাকীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। ধৃতদের পুলিশি হেপাজতে নিয়ে দত্তপুকুর থানার পুলিশ শ্যুট আউট কান্ডে আরও তথ্য জানার চেষ্টা করছে ।
উল্লেখ্য, গত ২৭ জুন ভর সন্ধ্যায় দত্তপুকুর নতুনপাড়ার জমির কারবারি মন্মথ মন্ডলকে গুলি করে খুন করা হয়েছিল। এই ঘটনায় কোন রাজনীতির যোগ নেই।বুধবার সাংবাদিক সম্মেলন করে বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার রাজনারায়ন মুখোপাধ্যায় সিলমোহর দিলেন জমি বিক্রির বিবাদ থেকেই খুনের তথ্যেই।