৩ দিন সম্পূর্ণ বন্ধ থাকবে দুর্গাপুর ব্রিজ, জরুরি স্বাস্থ্যপরীক্ষা দু’বছর ধরে অতিরিক্ত গাড়ি চলাচলের পরে
বেস্ট কলকাতা নিউজ : এবার দুর্গাপুর ব্রিজ বা ডিরোজিও ব্রিজ বন্ধ থাকবে তিন দিনের জন্য। মূলত দক্ষিণ কলকাতার আলিপুর থেকে চেতলা পর্যন্ত যাওয়ার ওই ব্রিজটির স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন বলেই ইঞ্জিনিয়াররা জানিয়েছেন। তাই কেএমডিএ সেই কাজ সেরে ফেলতে চায় কোনো রকম দেরি না করেই। কেএমিডিএ-র তরফে জারি করা বিজ্ঞপ্তিতে আরও জানা গেছে, দুর্গাপুর ব্রিজ সম্পূর্ণ বন্ধ থাকবে আগামীকাল ২৩ তারিখ, শনিবার রাত দশটা থেকে মঙ্গলবার, ২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত। কেএমডি-এর তরফে ব্রিজ বন্ধের ব্যাপারে অনুমোদন নেওয়া হয়েছে এমনকি লালবাজারে চিঠি দিয়েও।
প্রসঙ্গত, বছর তিনেক আগে যখন মাঝেরহাট ফ্লাইওভার ভেঙে পড়েছিল, এই দুর্গাপুর ব্রিজই একমাত্র ভরসা হয়ে উঠেছিল সে সময় থেকে বেহালা ও নিউ আলিপুরের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে। বহু গাড়ি ওই সেতু দিয়েই চলাচল করত। দু’বছরের বেশি সময় ধরে দুর্গাপুর সেতুকেই বইতে হয়েছে মাঝেরহাট ব্রিজের অতিরিক্ত গাড়ির চাপ। এই কারণেই সেতুর কোনও ক্ষতি হয়েছে কিনা, দেখভালকারী সংস্থা তা নিয়েই আশঙ্কা প্রকাশ করেছেন। সেই জন্যই কেএমডিএ ওই সেতুর ভারবহন ক্ষমতা যাচাই করতে চাইছে বলে জানা গেছে।