৩ সদস্যের তদন্ত কমিটি গঠন শান্তিপুর হাসপাতালে বমিকাণ্ডে, অবশেষে শোকজ করা হল অভিযুক্ত চিকিৎসককে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ :শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে বমিকাণ্ডে তৈরি তিন সদস্যের তদন্ত কমিটি। শোকজ করা হল চিকিৎসককে। ৫ বছরের অসুস্থ মেয়েকে নিয়ে হাসপাতালে এসেছিলেন বাবা। এদিকে অসুস্থ বাচ্চাটি হাসপাতালেই বমি করে ফেলে। আর সেই বমি শিশুটির বাবাকে দিয়েই পরিষ্কার করানোর অভিযোগ ওঠে। সংবাদমাধ্যমে ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়ে যায় স্বাস্থ্য মহলের অন্দরে। যদিও যে চিকিৎসক বমি পরিষ্কারের নিদান দিয়েছিলেন, তাঁর দাবি ছিল হাসপাতালে পর্যাপ্ত সুপার নেই। তাই এই অবস্থা। তাঁর সাফ কথা, “উনি না পরিষ্কার করলে তো আমাকে করতে হতো।”

এদিকে ঘটনাকে কেন্দ্র করে চাপানউতোরের মধ্যেই শোকজ করা হল অভিযুক্ত ডাক্তার তন্ময় সরকারকেও। তদন্ত কমিটির কাছে ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে হবে। এমনটাই নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনা প্রসঙ্গে শিশুটির বাবা বলেন, “জরুরি বিভাগে আমি যখন ডাক্তার দেখাই তখন ওখানে বমি করে ফেলে আমার মেয়ে। তখন ওখানে থাকা ডাক্তার আমাকে জোরপূর্বক বমিটা পরিষ্কার করায়। বলে সুইপার নেই। আপনাকেই এটা করতে হবে। বাধ্য হয়ে বমিটা পরিষ্কার করি। আমি মনে করি সরকারি হাসপাতালে এ ঘটনা খুবই লজ্জাজনক। আমার চরম সম্মানহানিও হয়েছে এই ঘটনায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *